কেরালায় বাঙালি শ্রমিককে মারধর করে কেড়ে নেওয়া হল পরিচয়পত্র, গ্রেফতার অটোচালক
নজরবন্দি ব্যুরোঃ বেকারত্ব ঘোচাতে কাজের সন্ধানে ভিন রাজ্যে গিয়েছিলেন বাঙালি যুবক। আর সেখানে গিয়েই ব্যাপক মারধরের শিকার হলেন ওই বাঙালি যুবক। ঘটনাটি ঘটে তিরুবন্তপুরমের ভিজিনজাম এলাকায়। আক্রান্ত যুবকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে আক্রান্ত যুবক গৌতম মন্ডল(২৫) পশ্চিমবঙ্গের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে গৌতম কাজের খোঁজে পশ্চিমবঙ্গ থেকে কেরালায় গিয়েছিলেন। ঘটনার সূত্রপাত বেশ কয়েকদিন আগে। রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন গৌতম। অটোচালক সুরেশ তার অটো ঘুরাতে গিয়ে গৌতম কে ধাক্কা মারে। নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়িয়ে গৌতম সুরেশকে জোর গলায় কথা বলে। এরপর সুরেশ গৌতমের পরিচয় পত্র দেখাতে বলে। সেই মতন নিজের ভোটার কার্ড বের করে গৌতম।
কিন্তু আচমকা সুরেশ গৌতমকে চড় মারে বলে অভিযোগ। গৌতম-এর পরিচয় পত্র কেড়ে নেয় সুরেশ। অনেক আবেদন করার সত্ত্বেও তার পরিচয় পত্র ফেরত দেয়নি সে। পুরো ঘটনাটাই দুর থেকে দেখছিলেন এলাকার এক বাসিন্দা। দূর থেকেই তিনি একটি ভিডিও করেন। আর সেই ভিডিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখে নড়েচড়ে বসে স্থানীয় পুলিশ-প্রশাসন। এরপরই অভিযুক্ত অটো চালক সুরেশকে গ্রেপ্তার করে পুলিশ। সুরেশের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে গৌতম কাজের খোঁজে পশ্চিমবঙ্গ থেকে কেরালায় গিয়েছিলেন। ঘটনার সূত্রপাত বেশ কয়েকদিন আগে। রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন গৌতম। অটোচালক সুরেশ তার অটো ঘুরাতে গিয়ে গৌতম কে ধাক্কা মারে। নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়িয়ে গৌতম সুরেশকে জোর গলায় কথা বলে। এরপর সুরেশ গৌতমের পরিচয় পত্র দেখাতে বলে। সেই মতন নিজের ভোটার কার্ড বের করে গৌতম।

No comments