Header Ads

প্রশ্ন ফাঁস করতে গিয়ে ধরা পড়লে পরীক্ষায় বসতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী

নজরবন্দি ব্যুরো: গোটা রাজ্যে মাধ্যমিক পরীক্ষা চলছে। কেউ কেউ প্রশ্ন ফাঁস করে বদনাম করতে চাইছে। তাঁরা যদি ধরা পড়ে তাহলে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে সরকার। ধরা পড়লে আগামী ৩-৪ বছর ওই পরীক্ষার্থীদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না।
শিলিগুড়িতে মাধ্যমিক পরীক্ষার বিভিন্ন কেন্দ্রে ঘুরে এই কথা জানালেন তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন,সোমবার ছিল মাধ্যমিকের গণিত পরীক্ষা। তার আগে শিলিগুড়ির বিভিন্ন পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখেন পার্থ বাবু। তাঁকে সামনে পেয়ে প্রণাম করার হিড়িক পড়ে যায় পরীক্ষার্থীদের মধ্যে। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছিলেন পর্যটনমন্ত্রী গৌতম দেবও। সকালে তাঁরা প্রথমে হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে যান।
সেখান থেকে সোজা চলে যান নেতাজি বালিকা বিদ্যালয়ে। শেষে যান ঘোঘোমালি হাই স্কুলে। পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থী সহ শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী। এর পরে স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকা অভিভাবকদের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, প্রশ্নপত্র ফাঁস করার ঘটনায় অভিযুক্ত পরীক্ষার্থীকে কঠোর শাস্তি দেওয়া হবে। পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরানো হচ্ছে না। রাজ্যপালের সঙ্গে যে ভুল বোঝাবুঝি হয়েছিল, তা মিটে গিয়েছে বলে জানান পার্থ বাবু। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.