Header Ads

অভিনব পদ্ধতিতে ঘোষণা হল অক্ষয়-রোহিতের ছবি 'সূর্যবংশী'র মুক্তির দিন

নজরবন্দি ব্যুরো :এর আগে রোহির শেট্টি জুটি বেঁধেছেন অজয় দেবগন ও রণবীর সিং এর জন্য। এবার রোহিত জুটি বাঁধছেন অক্ষয়ের সাথে। তাদের আপকামিং ছবি 'সূর্যবংশী'র মুক্তি এগিয়ে এল। এবার অবশেষে তাঁরা জানালেন কবে মুক্তি পাবে এই ছবি।

এই বিষয়ে একটি ভিডিও আপলোড হল। ভিডিওটিতে দেখা যাচ্ছে ,একদল বাচ্চা ছোট সিম্বা অর্থাৎ রণবীর সিং কে ঘুম থেকে ওঠাছে আর বাচ্চারা তাঁকে একটি কাগজ দেখায় আর সেই কাগজে লেখা '২৪ মার্চ' সিম্বা জানায় তাঁর কোন সমস্যা নেই।এরপর বাচ্চারা যায় সিম্বা অর্থাৎ অজয় দেবগনের কাছে। তিনি ও বলেন ঠিক এবং তিনি বলেন সূর্যবংশীকে অর্থাৎ অক্ষয় কুমার কে জানিয়ে দেওয়ার জন্য। বাচ্ছার দল ছোটে সূর্যবংশীর কাছে সেও সমর্থন করেন। ২৪ মার্চ মুক্তি পাচ্ছে 'সূর্যবংশী' ছবিটি। এইদিন ২৪ ঘন্টায়ই থিয়েটার হল খোলা থাকবে।যখন ইচ্ছা তখনই দর্শক ছবি দেখতে পারবে। কারণ ২৫ সে মার্চ মুম্বাইয়ের ছুটির দিন সেই কারণেই ২৪ সে মার্চ কে বেছে নেওয়া হয়েছে। ভিডিও দেখতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন।
https://twitter.com/taran_adarsh/status/1231785344745345025

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.