Header Ads

২১ বছর না হলে মিলবে না সিগারেট, কড়া আইন আনতে চলেছে কেন্দ্র

নজরবন্দি ব্যুরোঃ স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পা রেখেই সিগারেটের সুখ টান দেওয়া শুরু করেন তরুণরা। আর রিপোর্ট বলছে ধূমপানের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাবে প্রতিবছর ১০ লক্ষ মানুষের মৃত্যু হয়। দিনদিন তরুণ-তরুণীদের মধ্যে সিগারেট খাওয়ার প্রবণতা বাড়ছে। কম বয়সীদের মধ্যে সিগারেটের নেশা যাতে তাড়াতাড়ি না আচ্ছন্ন করতে পারে সেদিকে লক্ষ্য দিয়ে নয়া নিয়ম আনতে চলেছে কেন্দ্র সরকার।
কেন্দ্রের স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, সিগারেট কেনার জন্য কমপক্ষে ২১ বছর বয়স হতে হবে। ২১ বছরের কম বয়সীরা সিগারেট কিনতে পারবে না। যদিও এখন ১৮ বছর বয়স হলেই সিগারেট কেনার ছাড়পত্র মেলে। এই নিয়মে বদল আনার জন্য জোর আলোচনা শুরু করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর। সম্প্রতি এমনই একটি রিপোর্ট কেন্দ্র সরকারকে জমা দিয়েছে আইনি উপ গোষ্ঠী।
এই রিপোর্টকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ শুরু করতে চাইছে স্বাস্থ্য দপ্তর। রিপোর্টে বলা হয়েছে নিষিদ্ধ এলাকায় ধূমপান করলে দুশো টাকা ফাইন করা হত। এবার সেই ফাইন এক হাজার টাকা করা হোক। সমীক্ষা থেকে জানা গিয়েছে বর্তমানে ভারতের ১৯ শতাংশ পুরুষ এবং ২ শতাংশ মহিলা ধূমপান করেন। দিনদিন তরুণ-তরুণীদের মধ্যে সিগারেট খাওয়ার প্রবণতা আরও বাড়ছে। প্রত্যেক বাজেটে তামাকজাত দ্রব্যের দাম বাড়ানো হচ্ছে। তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন দেওয়া বন্ধ করেছে সরকার। এর মাঝে আবার নয়া নিয়ম আনতে চলল স্বাস্থ্য দপ্তর।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.