বিবাহবার্ষিকীতে স্যুইমস্যুটে মুনমুন, মেয়ে রাইমা জানালেন শুভেচ্ছা ছবি ভাইরাল
নজরবন্দি ব্যুরো : তিনি এখনও কোন ডিভার থেকে কম নন। তিনি হলেন মহানায়িকা সুচিত্রা সেনের কন্যা মুনমুন। তাঁর বয়স এখন ৬৫।
বড়ো মেয়ে রাইমার বয়স ৪০ আর ছোট মেয়ে রিয়ার বয়স ৩৯। কিন্তু তিনি এখন পর্যন্ত কোন ডিভার থেকে কম নন। এক সময়ে ভক্তরা পাগল ছিলেন মুনমুনের জন্য। তাঁর ফিগার লুক সবই মন করতো। ১৯৭৮ সালে ত্রিপুরা রাজপরিবারে বিয়ে কেন তিনি। তাঁর স্বামী ভারত দেববর্মা। আজ মুনমুন ও তাঁর স্বামীর ৪২ বছরের বিবাহবার্ষিকী।মুনমুন ও ভারতের বিবাহবার্ষিকী উপলক্ষেই বড়ো তাঁদের বড়ো মেয়ে রাইমা পুরানো ফোটো অ্যালবাম থেকে তাঁর বাবা ও মায়ের একটি খুবই সুন্দর ছবি আপলোড করেন। এই ছবিতে খুবই বোল্ড লুকে দেখা যাচ্ছে মুনমুন কে। স্যুইমস্যুট পরে স্বামীকে আঁকড়ে ধরেছেন মুনমুন।
বড়ো মেয়ে রাইমার বয়স ৪০ আর ছোট মেয়ে রিয়ার বয়স ৩৯। কিন্তু তিনি এখন পর্যন্ত কোন ডিভার থেকে কম নন। এক সময়ে ভক্তরা পাগল ছিলেন মুনমুনের জন্য। তাঁর ফিগার লুক সবই মন করতো। ১৯৭৮ সালে ত্রিপুরা রাজপরিবারে বিয়ে কেন তিনি। তাঁর স্বামী ভারত দেববর্মা। আজ মুনমুন ও তাঁর স্বামীর ৪২ বছরের বিবাহবার্ষিকী।মুনমুন ও ভারতের বিবাহবার্ষিকী উপলক্ষেই বড়ো তাঁদের বড়ো মেয়ে রাইমা পুরানো ফোটো অ্যালবাম থেকে তাঁর বাবা ও মায়ের একটি খুবই সুন্দর ছবি আপলোড করেন। এই ছবিতে খুবই বোল্ড লুকে দেখা যাচ্ছে মুনমুন কে। স্যুইমস্যুট পরে স্বামীকে আঁকড়ে ধরেছেন মুনমুন।

No comments