টোকিও শহরেই হবে অলিম্পিক, জানিয়ে দিল হু
নজরবন্দি ব্যুরোঃ আর কয়েকমাস বাদে জাপানের টোকিও শহরে বসছে বিশ্বের বৃহত্তম ক্রীড়াআসর অলিম্পিক্স। কিন্তু সমস্যা হল করোনা ভাইরাস। সারা বিশ্বে ২৫ দেশ করোনা ভাইরাসে আক্রান্ত । এই ভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা ১৪০০ । তাই এই শহরে কতটা নিরাপদ অলিম্পিক্স আসরের জন্য? তা নিয়ে প্রশ্ন উঠেছিল এবার এই প্রশ্নের উত্তরে বিশ্ব স্বাস্থ্যসংস্থা হু জানিয়ে দিল টোকিও শহরে অলিম্পিক্স করার ক্ষেত্রে কোনও সমস্যা নেই ।
সব চেয়ে বেশি অ্যাথলিট আসছেন চিন থেকে। কিন্তু তাদের বেশিরভাগ অ্যাথলিট এই মূহুর্ত্বে চিনে নেই । সঠিক পদক্ষেপ নিয়ে এগোলে করোনা ভাইরাস অলিম্পিক্সে কোন প্রভাব ফেলবে না । ফলে হু এর এই ঘোষণার পর জাপানের টোকিও তে অলিম্পিক্স করারা জন্য আর কন বাধা রইল না।
সব চেয়ে বেশি অ্যাথলিট আসছেন চিন থেকে। কিন্তু তাদের বেশিরভাগ অ্যাথলিট এই মূহুর্ত্বে চিনে নেই । সঠিক পদক্ষেপ নিয়ে এগোলে করোনা ভাইরাস অলিম্পিক্সে কোন প্রভাব ফেলবে না । ফলে হু এর এই ঘোষণার পর জাপানের টোকিও তে অলিম্পিক্স করারা জন্য আর কন বাধা রইল না।

No comments