Header Ads

বিয়ের পর কি প্লাস্টিক সার্জারি করতে চলেছেন সৃজিত ?

নজরবন্দি ব্যুরো :বিয়ের করে বতমানে বৌয়ের প্রেমে অন্ধ সৃজিত মুখ্যেপাধ্যায়। মাজে মধ্যেই স্ত্রী মিথিলার সাথে ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে দেখা যাচ্ছে সৃজিত কে।

 সম্প্রতি বাংলাদেশের মেয়ে কে বিয়ে করা নিয়ে সৃজিতের উদ্দেশ্যে মন্তব্য করেন বাংলাদেশের মিস্টার আলিম নামক এক ব্যক্তি। তবে সৃজিত ও কিন্তু আলিমের মন্তব্যের উত্তর দেন। মিস্টার আলিম লেখেন 'তাহসানের এর মতো হ্যান্ডসাম বয় ছেড়ে আপনি এক ওল্ড বয় কে ধরছেন'।আলিমের এই কথা রিপ্লাই তে পরিচালক সৃজিত লেখেন 'আমি জানি সেই কারনে প্রত্যেকদিন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদি,প্লাস্টিক সার্জারির জন্য টাকা জমাচ্ছি।' তবে এই কথা পরিচালক শুধুই মজা করে বলেছিলেন। সেটা সৃজিতের উত্তরের পাশে ইমোজিগুলি দেখেই বোজা যাচ্ছে। আসলে তাহসান রহমান খান হল মিথিলার প্রাক্তন স্বামী।

২০০৬ সালে তাঁদের বিয়ে হয়। এবং ২০১৭ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। তবে তাহসান ও মিথিলার একজন কন্যা সন্তান ও রয়েছে।তাহসান রহমান খান পেশাগত ভাবে একজন সঙ্গীতশিল্পী।সম্প্রতি সৃজিত ও মিথিলা মাজে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করেন। বৰ্তমানে স্ত্রী মিথিলার প্রেমে অন্ধ সৃজিত বাংলাদেশের এক জনপ্রিয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন আতিথেয়তার দিক থেকে ভারতের থেকে বাংলাদেশ এগিয়ে। এই কথা বলার পর সৃজিতকে সোশ্যাল মিডিয়ায় আক্রমনের মুখে পড়তে হয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.