Header Ads

সেনাবাহিনীর স্থায়ী পদে মহিলাদের নিয়োগের নির্দেশ শীর্ষ আদালতের

নজরবন্দি ব্যুরোঃ এবার সেনাবাহিনীতে লিঙ্গ বৈষম্য দূর করতে নয়া নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। স্বাধীনতার পর এই প্রথম সেনাবাহিনীতে স্থায়ী কমিশনড পদে মহিলাদের নিয়োগ হবে বলে ছাড়পত্র দিল সুপ্রিম কোর্ট। তবে এতদিন ধরে তারা শর্ট-সার্ভিসে চাকরি পেতেন। সম্প্রতি কেন্দ্র জানিয়েছিল সেনাবাহিনীর স্থায়ী পদে মহিলাদের চাকরি করা যাবে না। সে ক্ষেত্রে কেন্দ্র যুক্তি দেখিয়েছিল পুরুষদের তুলনায় মহিলারা শারীরিক ও সামাজিকভাবে অনেকটাই পিছিয়ে রয়েছেন৷
পুরুষদের মত মানসিক চাপ নিতে অক্ষম মহিলারা। তবে কেন্দ্রের সেই নির্দেশের প্রত্যুত্তরে হাইকোর্টের দ্বারস্থ হন সেনাবাহিনীতে চাকরি করতে আগ্রহী মহিলারা। সে ক্ষেত্রে দিল্লি হাইকোর্টের সেনাবাহিনীতে মহিলাদের নিয়োগের ক্ষেত্রে ছাড়পত্র দেয়। এরপর সেই কেশ গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। দেশের শীর্ষ আদালত হাইকোর্টের রায়কেই বহাল রাখে।
সুপ্রিম কোর্ট জানায় মহিলাদের সেনাবাহিনীতে স্থায়ী পদে নিয়োগ করা না হলে তা অত্যন্ত অপমানজনক। এবং সেনাবাহিনীতে লিঙ্গবৈষম্য রাখা কখনই উচিত কাজ হবে না। এখন থেকে কমিশনড পদে মহিলাদের নিয়োগ করা যাবে। আগামী তিন মাসের মধ্যেই সেই নিয়োগ করার নির্দেশ দেয়া হয়েছে কেন্দ্রকে। তবে মহিলা অফিসার নিয়োগের ক্ষেত্রে শর্ত থাকবে পুরুষ অফিসারদের মতই। এই নির্দেশে সেনাবাহিনীতে নিয়োগ নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত অনেকটাই ধাক্কা খেলো।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.