শপথ অনুষ্ঠানে মমতাকে কটাক্ষ করলেন কেজরী।
নজরবন্দি ব্যুরো: আম আদমি পার্টির নেতা হিসেবে ভোটে জিতেছেন কেজরিওয়াল। ফলাফল শোনার পর কেজরিওয়াল ফোন করেন তৃণমূল নেত্রী মমতা দিদিকে। ফলাফলের খবর জানানোর পর শপথ গ্রহণ অনুষ্ঠানে দিল্লিতে আশা নিয়ে প্রাথমিক কথা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। তারপরেই হঠাৎ তিনি মমতাকে খোঁচা মেরে কথা বলতে থাকেন। মমতা বিজেপি বিরোধী, কোন আঞ্চলিক দলকে মমতার শপথ গ্রহণের সময় আমন্ত্রণ জানাননি।
এছাড়া তিনি আরো বলেন যে দিল্লির মডেল এর বিশেষত্ব নকল করছে তৃণমূল পশ্চিমবঙ্গ সরকার। কেজরিওয়াল বলেন অনেক রাজ্য বিদ্যুতের দাম ৭৫-১০০ ইউনিট করে কমিয়ে দিয়েছে। মমতাও নিজের রাজ্যের বাজেটে বলেছিলেন যে বিদ্যুতে তিন মাসে 75 ইউনিট পর্যন্ত টাকা নেবেন না রাজ্য সরকার। এই নিয়ে বড় প্রশ্নের মুখে পড়েছিলেন তৃণমূল।- তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি, যে মমতা দীর্ঘদিন ধরে পদক্ষেপ করে আসছেন।
এছাড়া তিনি আরো বলেন যে দিল্লির মডেল এর বিশেষত্ব নকল করছে তৃণমূল পশ্চিমবঙ্গ সরকার। কেজরিওয়াল বলেন অনেক রাজ্য বিদ্যুতের দাম ৭৫-১০০ ইউনিট করে কমিয়ে দিয়েছে। মমতাও নিজের রাজ্যের বাজেটে বলেছিলেন যে বিদ্যুতে তিন মাসে 75 ইউনিট পর্যন্ত টাকা নেবেন না রাজ্য সরকার। এই নিয়ে বড় প্রশ্নের মুখে পড়েছিলেন তৃণমূল।- তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি, যে মমতা দীর্ঘদিন ধরে পদক্ষেপ করে আসছেন।

No comments