Header Ads

এবার মাধ্যমিকের সময়ে মাইক বাজানো আটকাতে কড়া প্রশাসন।

নজরবন্দি ব্যুরোঃ ১৮ ফেব্রুয়ারি অর্থাৎ কাল থেকে শুরু হচ্ছে ২০২০ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলাকালীন মাইক বা লাউড স্পিকার বা অন্য কোন বাজনা বাজানোর ফলে পরীক্ষার্থীদের যাতে কোন সমস্যায় না পরতে হয় সেই দিকে খেয়াল রেখেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন। প্রতি বছরই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় এই নিয়ে অভিযোগ জানান হয়,কিন্তু তাতে কোন সমস্যার কোন সমাধান হয়না।
 প্রতি বছর পরীক্ষার সময়ে মাইক বাজানোর দৌঁরাত্ম বেড়েই থাকে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা সময় এগিয়ে আসার সাথে এলেই প্রশাসনের তরফ থেকে রাজনৈতীক – অরাজনৈতীক সভা, জলসা বা যে কোন অনুষ্ঠানে মাইক বাজানোর অনুমতি দেওয়া হয়না। তাও মাইক বাজানো অভিযোগ আস্তেই থাকে। এবার এই বিষয়ে অনেকটাই জোরদার পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন।
১০০ ডায়ালের পাশাপাশি আরও কয়েকটি নম্বর দেওয়া হচ্ছে পুলিশের তরফে, যার মাধ্যমে পরীক্ষার্থীরা ও তাদের অভিভাবকেরা অভিযোগ জানাতেন পারেন সরাসরি পুলিশের কাছে। কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা জানিয়েছেন, এইএবার খুব সহজেই সরাসরি পুলিশের কাছে অভিযোগ জানাতে পারেবে পড়ুয়ারা। শুধু একটা হোয়াটসঅ্যাপ করে আপনি সমস্যা জানাতে পারবেন। এর সেই সমস্যার সমাধানও হবে খুব দ্রুত। অভিযোগ জানানোর জন্য পুলিশের তরফ থেকে চারটি নম্বর দেওয়া হয়েছে - ৯৪৩২৬১০৪৪৩, ৯৪৩২৬১০৪৪৬, ৯৪৩২৬২৪৩৬৫ ও ৯৮৭৪৯০৩৪৬৫। ১০০ ডায়ালের সাথে এই চারটি নম্বরে আপনি যেকোনো সমস্যা জানাতে পারবেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.