Header Ads

মোট শূন্যপদের সংখ্যা জানাবার নির্দেশ, শিক্ষক নিয়োগ নিয়ে উদ্যোগ কমিশনের

নজরবন্দি ব্যুরো: পরীক্ষার্থীদের জন্য ভাল খবর। মাদ্রাসায় শিক্ষক নিয়োগ নিয়ে উদ্যোগ নিতে চলেছে কমিশন। কমিশনে মাধ্যমেই সরকারি আর্থিক সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ করা হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। এই রায়ের পরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন।
১৩ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়-নিয়োগ প্রার্থীদের আবেদন বিবেচনা, ফিজিক্যাল এডুকেশন ও ওয়ার্ক এডুকেশন-এ ষষ্ঠ স্টেট লেভেল সিলেকশন টেস্ট ২০১৩ পরীক্ষা এবং অ্যাসিস্ট্যান্ট টিচারদের জেনারেল এবং মিউচুয়াল ট্রান্সফার সব নিয়ে ভেবে দেখছে কমিশন। এই নিয়োগ সংক্রান্ত ব্যাপারে বিস্তারিত জানতে এই ওয়েবসাইটে ক্লিক করতে পারেন পরীক্ষার্থীরা www.wbmsc.co।
এমনকি কমিশন থেকে ০৩৩-২৩২১-৬৩১৫ এই নম্বর দেওয়া হয়েছে এখানে বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন। এছাড়াও মাদ্রাসা স্কুলে মোট কটি শূন্যপদ রয়েছে তাও জানানোর নির্দেশ জারি করা হয়েছে। প্রায় ৪ বছর আইনি লড়াইয়ের পরে এই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে আদালত। এই খবরে খুশি পরীক্ষার্থীদের বড় অংশ।  

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.