কাশ্মীর নিয়ে মধ্যস্ততা করতে চায় রাষ্ট্রসঙ্ঘ, প্রস্তাব ফেরাল ভারত
নজরবন্দি ব্যুরোঃ ভারতের জম্মু কাশ্মীর সমস্যার মধ্যস্থতা করতে চায় রাষ্ট্রসংঘ। কিন্তু সেই প্রস্তাব উড়িয়ে দেয় ভারত। সম্প্রতি ভারত সফরে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাঁর সফরের পরই রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যস্থতার প্রস্তাব দেয়। কিন্তু রাষ্ট্রসঙ্ঘের মধ্যস্থতায় রাজি হয়নি ভারত। পাল্টা ভারত জানিয়েছে কাশ্মীরের যে অংশ দখল করে নিয়েছে পাকিস্তান তা খালি করার ব্যবস্থা করুক রাষ্ট্রসংঘ।
প্রসঙ্গত কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছিলেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেজ। তাঁর মন্তব্যের পরই ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার সাফ জানিয়ে দেন কাশ্মীর নিয়ে ভারতের কোন নীতির বদল হয়নি, হবেও না। ভবিষ্যতেও তাই হবে। কাশ্মীর নিয়ে কোন সমস্যায় দ্বিপাক্ষিক আলোচনায় মিটিয়ে নিতে হবে। তৃতীয় কোন পক্ষের প্রয়োজন পড়বে না বলেও সাফ জানিয়ে দেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র।
কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর থেকেই কাশ্মীরের ইন্টারনেট ব্যবস্থা বন্ধ রাখা হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক দলের নেতাদের গৃহবন্দী করে রাখা হয়। কয়েক দিন আগেই কাশ্মীরের পরিস্থিতি দেখে যান ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা। পরে সে বিষয়েও একাধিক মন্তব্য করেছিলেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের প্রতিনিধিরা। এবার কাশ্মীর নিয়ে ভারতকে পরামর্শ দিলেন খোদ রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব। তবে বিষয়টি নিয়ে কারোর মধ্যস্থতা লাগবে না বলে আবারও সাফ জানিয়ে দিল ভারত।
প্রসঙ্গত কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছিলেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেজ। তাঁর মন্তব্যের পরই ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার সাফ জানিয়ে দেন কাশ্মীর নিয়ে ভারতের কোন নীতির বদল হয়নি, হবেও না। ভবিষ্যতেও তাই হবে। কাশ্মীর নিয়ে কোন সমস্যায় দ্বিপাক্ষিক আলোচনায় মিটিয়ে নিতে হবে। তৃতীয় কোন পক্ষের প্রয়োজন পড়বে না বলেও সাফ জানিয়ে দেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র।

No comments