Header Ads

র‌্যাম্প শো বড়ই হাস্যকর,ঠিক লাভ আজ কাল ছবির মতো , র‌্যাম্পে হেঁটে ট্রোল হলেন সারা

নজরবন্দি ব্যুরো :লাভ আজ কাল টু এর মুক্তির পর আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইনার পোশাকে শুক্রবার ফ্যাশান শো তে র‌্যাম্পে হাঁটেন সারা আলি খান। তাঁর এই র‌্যাম্পে হাঁটার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোডের সোনে সঙ্গেই তা ভাইরাল হয় ও পাশাপাশি আক্রমনের মুখেও পড়তে হয় সারা কে। সারার র‌্যাম্পে হাঁটা নিয়ে সমালচনা করেছেন অনেক।

কেউ লিখেছেন 'এতটা অভিনয় সিনেমায় করলে ভালো হত। আবার অনেকে লেখেন 'হে ভগবান ,ও তো অনেক চেষ্টা করলো ' কেউ আবার লিখেছেন 'এই র‌্যাম্প শো বড়ই হাস্যকর,ঠিক লাভ আজ কাল ছবির মতো। 'এই সমস্ত ট্রোল নিয়ে সারাকে জিজ্ঞাস করতে সারা জানান ,আমি এইসমস্ত সমালচনা নিয়ে বেশি মাথা ঘামাই না। প্রথম প্রথম খুব মন খারাপ করতাম। কিন্তু এখন আর এই সব ব্যাপার গায়ে মাখাইনা। এইরকম তো হয়েই থাকে। আমি এসেছি অভিনয় করতে আর সেটাই করতে চাই। প্রথমবার যখন আবু জানি ও সন্দীপ খোসলার পোশাকে সারা র‌্যাম্পে হেঁটেছিলেন ওই দিন সারা কে উৎসাহিত করতে আসেন ভাই ইব্রাহিম আলি খান আর কার্তিক আরিয়ান। ইতিমধ্যে মুক্তি পেয়েছে লাভ আজ কাল টু ছবিটি। এই ছবি দর্শকদের মনে খুব একটা জায়গা করতে পারেনি। এই চাইতেও তাঁর অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। তাঁরা পর এই র‌্যাম্প ওয়াক নিয়ে ট্রোল হতে হয় সারা কে। সারার র‌্যাম্পে হাঁটার ভিডিয়ো দেখতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন।
https://www.instagram.com/p/B8mIbFQHKH8/?utm_source=ig_embed
https://www.instagram.com/viralbhayani/?utm_source=ig_embed

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.