Header Ads

বড় উদ্যোগ রাজ্যের, এবার বয়স্কদের বিনামূল্যে দেখভালের সিদ্ধান্ত

নজরবন্দি ব্যুরো: বড় উদ্যোগ রাজ্যের। বৃদ্ধ-বৃদ্ধাদের নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল তৃণমূল। এবার বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য বৃদ্ধাবাস তৈরি করার কাজ শেষ। বৃদ্ধাবাসটি ঠিক কঙ্কালেশ্বরী কালীবাড়ির পাশে।
দেখলে মনে হতে পারে কোনও অতিথি নিবাস। আজ, সোমবার বিকেলে কাঞ্চননগরের কঙ্কালেশ্বরী মাঠে 'নবনীড়' নামে ওই বৃদ্ধাশ্রম উদ্বোধন করার কথা ফিরহাদ হাকিমের। উদ্বোধনের পরে বর্ধমান ভবনে শহরের বিদায়ী কাউন্সিলর, মুষ্টিমেয় জেলা নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সারবেন তিনি।

বৃদ্ধাশ্রমের ট্রাস্টি বোর্ডের সভাপতি, তৃণমূল নেতা খোকন দাস এই প্রসঙ্গে বলেন, "মানুষের সহযোগিতায় এই বৃদ্ধাশ্রম তৈরি করা হয়েছে। একশো জন বৃদ্ধ-বৃদ্ধাকে আমরা বিনামূল্যে এখানে রাখার ব্যবস্থা করেছি। যাঁদের দেখার কেউ নেই তাঁদের আমরাই দেখব।"
এখনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রায় ৫২ জন বয়স্ক মানুষের ঠিকানা হবে নবনীড়। প্রথম দিনে তাঁদের হাতে নতুন পোশাক-পরিচ্ছদ তুলে দেবার পরিকল্পনা নিয়েছে তৃণমূল নেতৃত্ব। তিনি জানান, বিভিন্ন পত্র-পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, বিভিন্ন মেলায় প্রচার করা হয়েছিল। সে সব দেখেই ওই সব অসহায় মানুষজন যোগাযোগ করেছিলেন। পরে স্থানীয় ভাবে খোঁজখবর নিয়ে তাঁদের পাকাপাকি ভাবে বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.