৩৯ হাজার কোটি টাকায় হ্যালের থেকে ৮৩টি ‘তেজস’ যুদ্ধবিমান কিনছে ভারতীয় বায়ুসেনা
নজরবন্দি ব্যুরোঃ আকাশ পথে ভারতের নিরাপত্তা ব্যবস্থা আরও একধাপ এগিয়ে গেল। এবার হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের কাছ থেকে ৩০টি ফাইটার স্কোয়াড্রন ও ৮৩টি শক্তিশালী ডবল ইঞ্জিনের তেজস কিনছে বায়ুসেনা। হ্যালের পক্ষ থেকে প্রথমে চুক্তিমতো ৫৬ হাজার ৫০০ কোটি টাকা ধার্য মূল্য ঠিক করা হয়েছিল। কিন্তু অনেক দর কষাকষির পর সেই দাম কিছুটা কমে। অবশেষে ১৭ হাজার কোটি টাকা কমিয়ে ৩৯ হাজার কোটি টাকায় ৮৩টি মার্ক-১এ বিমান কিনতে চলল বায়ুসেনা। আগামী দু-তিন বছরের মধ্যেই সবকটি বিমান বায়ু সেনার হাতে আসবে বলে জানা গিয়েছে। শুধুমাত্র কয়েকটি নিয়ম ও সরকারি প্রক্রিয়া বাকি রয়েছে।
ক্যাবিনেট কমিটির চূড়ান্ত অনুমোদনের পরই সব ঠিকঠাক হবে। আগামী মার্চ মাসের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রীসভায় বিষয়টি আসতে পারে বলে মনে করা হচ্ছে। প্রতিবেশী দেশগুলির তৈরি যুদ্ধ বিমানকে টেক্কা দিতে বাজারে এল তেজস। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এটি দ্বিতীয় যুদ্ধবিমান। শব্দের থেকেও দ্রুতগামী এই বিমান শত্রুপক্ষের নজরদারি এড়িয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। বিশেষজ্ঞদের অনুমান তেজসকে হঠাৎ করে কোনো শত্রুপক্ষের বিমান টার্গেট করতে পারবে না।
অন্যদিকে আকাশপথে তেজসের পিছু নেওয়াও যথেষ্ট কঠিন ব্যাপার। তেজসে থাকা পাইলট শত্রুপক্ষের থেকে লুকিয়ে অনায়াসেই চলে যেতে পারেন। প্রায় ২৩০০ মিটার উঁচুতে উড়তে পারে তেজস। যুদ্ধবিমান তেজস থেকে হামলা চালানোর পাশাপাশি মাটির কাছে নেমে গোলাবর্ষণ করতে সক্ষম যুদ্ধবিমান তেজস। এই যুদ্ধবিমান হাতে এলে আকাশপথে ভারতের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি শত্রু হানার পাল্টা জবাব দিতে পারবে ভারতীয় বায়ু সেনা।
ক্যাবিনেট কমিটির চূড়ান্ত অনুমোদনের পরই সব ঠিকঠাক হবে। আগামী মার্চ মাসের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রীসভায় বিষয়টি আসতে পারে বলে মনে করা হচ্ছে। প্রতিবেশী দেশগুলির তৈরি যুদ্ধ বিমানকে টেক্কা দিতে বাজারে এল তেজস। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এটি দ্বিতীয় যুদ্ধবিমান। শব্দের থেকেও দ্রুতগামী এই বিমান শত্রুপক্ষের নজরদারি এড়িয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। বিশেষজ্ঞদের অনুমান তেজসকে হঠাৎ করে কোনো শত্রুপক্ষের বিমান টার্গেট করতে পারবে না।

No comments