দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্ব ছাড়লেন ডু প্লেসি
নজরবন্দি ব্যুরোঃ অধিনায়ক হিসেবে এবং নিজের ব্যাটিং এ খারাপ পারফরমেন্সের জন্য অবশেষে দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিলেন ডু প্লেসি। তিন ফরম্যাটেই দলের নেতৃত্ব থেকে অব্যাহতি চেয়েছেন তিনি। তবে, অধিনায়কত্ব ছাড়লেও ব্যাটসম্যান হিসেবে খেলা চালিয়ে যাবেন প্রোটিয়া তারকা। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে জঘন্য হার। তারপর আবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হার সব মিলিয়ে বেশ চাপে ছিলেন তিনি। অপরদিকে ব্যাট হাতেও চেনা ছন্দ খুঁজে পাচ্ছিলেন না তিনি।
লাস্ট শেষ ১৪টি টেস্ট ইনিংসে তাঁর গড় ২০ মতো। তাঁর পরিবর্তে সম্ভবত দলের অধিনায়ক হতে চলেছেন কুইন্টক ডি'কক। ডু প্লেসি বলেন 'দল যেহেতু নতুন দিশায় এগোচ্ছে, নতুন ক্রিকেটার, নতুন নেতা উঠে আসছে। আমার মনে হয়েছে, এটাই সেরা সময় সব ফরম্যাট থেকে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার।'
লাস্ট শেষ ১৪টি টেস্ট ইনিংসে তাঁর গড় ২০ মতো। তাঁর পরিবর্তে সম্ভবত দলের অধিনায়ক হতে চলেছেন কুইন্টক ডি'কক। ডু প্লেসি বলেন 'দল যেহেতু নতুন দিশায় এগোচ্ছে, নতুন ক্রিকেটার, নতুন নেতা উঠে আসছে। আমার মনে হয়েছে, এটাই সেরা সময় সব ফরম্যাট থেকে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার।'
No comments