বিগ বসের ঘর থেকে বেরিয়ে মা হওয়ার খবর দিলেন এই প্রতিযোগী
নজরবন্দি ব্যুরো : কাঁটা লাগা গার্লস কে কেনা চেনে?কাঁটা লাগার রিমিক্সে নেচে তিনি মন করেছিলেন দর্শকদের।আবার ও অনেক বছর পর বিগ বস এ গিয়ে তিনি দর্শকদের মন করলেন। বিগ বস ১৩ এ ওয়ার্ল্ড কার্ড এন্ট্রি নিয়েছিলেন শেফালি জরিওয়ালা, বিগ বস ১৩ এ গিয়ে সোজাসাপটা কথা বলে দর্শকদের মন করেছিলেন শেফালি।
তাঁর সাথে অসিমের ঝগড়া ও পছন্দ করেছেন দর্শকরা। বিগ বস শেষ হওয়ার কিছু দিন আগেই বিগ বস থেকে আউট হন শেফালি। আর বিগ বসের ঘর থেকে বেরিয়ে শেফালি দেন এক সুখবর যে তিনি মা হয়ে চলেছেন। অভিনেতা পরাগ ত্যাগীর সঙ্গে ১০ বছর শেফালি সংসার করছেন। এবার তাদের ঘরে নতুন অতিথির আসার পালা। একটি খ্যাতনামা সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে শেফালি জানান ,খুব তাড়াতাড়ি তিনি একটি কন্যা সন্তান দত্তক নিতে চলেছেন। তাঁর বয়স যখন ১০ কি ১১ তখন থেকেই তাঁর খুব ইচ্ছা কন্যা সন্তান দত্তক নেওয়ার। দত্তক নেওয়ার পেপারওয়ার্ক শেষে এই কথা জানিয়েছেন শেফালি।আর কিছু দিনের মধ্যেই তাঁদের ঘরে আস্তে চলেছে লক্ষী।
তাঁর সাথে অসিমের ঝগড়া ও পছন্দ করেছেন দর্শকরা। বিগ বস শেষ হওয়ার কিছু দিন আগেই বিগ বস থেকে আউট হন শেফালি। আর বিগ বসের ঘর থেকে বেরিয়ে শেফালি দেন এক সুখবর যে তিনি মা হয়ে চলেছেন। অভিনেতা পরাগ ত্যাগীর সঙ্গে ১০ বছর শেফালি সংসার করছেন। এবার তাদের ঘরে নতুন অতিথির আসার পালা। একটি খ্যাতনামা সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে শেফালি জানান ,খুব তাড়াতাড়ি তিনি একটি কন্যা সন্তান দত্তক নিতে চলেছেন। তাঁর বয়স যখন ১০ কি ১১ তখন থেকেই তাঁর খুব ইচ্ছা কন্যা সন্তান দত্তক নেওয়ার। দত্তক নেওয়ার পেপারওয়ার্ক শেষে এই কথা জানিয়েছেন শেফালি।আর কিছু দিনের মধ্যেই তাঁদের ঘরে আস্তে চলেছে লক্ষী।

No comments