আপনি কি এসবিআই গ্রাহক? তাহলে এই কাজটি করুন তাড়াতাড়ি, নাহলে বন্ধ হয়ে যাবে আপনার একাউন্ট
নজরবন্দি ব্যুরো: দেশের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ঘোষণা করলেন যে যাদের ব্যাংকে একাউন্ট আছে তারা যদি ১০ দিনের মধ্যে কেওয়াইসি জমা না করেন তাহলে সমস্ত রকম লেনদেন বন্ধ করে দেবেন তারা। এসবিআই এর তরফে শেষ তারিখ হল ২৮ শে ফেব্রুয়ারি ২০২০।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফে সমস্ত একাউন্টের জন্য কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে,কেওয়াইসি ছাড়া ইনভেস্ট করা সম্ভব নয়। এমনকি কোন একাউন্ট খোলা যাবে না।
এই কে ওয়াই সি হলো।-(known your coustomer) অর্থাৎ গ্রাহকদের সম্বন্ধে সমস্ত তথ্য নথিভূক্ত করা, যাতে ব্যাংক অার গ্রাহকদের মধ্যে সম্পর্ক আরো মজবুত হয়। ব্যাংক তাদের সমস্ত গ্রাহকদের এসএমএস পাঠিয়ে অ্যালার্ট করেছে গ্রাহকদের তাদের পরিচয় পত্র হিসেবে যা যা জমা করতে হবে- ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড।
এই কে ওয়াই সি হলো।-(known your coustomer) অর্থাৎ গ্রাহকদের সম্বন্ধে সমস্ত তথ্য নথিভূক্ত করা, যাতে ব্যাংক অার গ্রাহকদের মধ্যে সম্পর্ক আরো মজবুত হয়। ব্যাংক তাদের সমস্ত গ্রাহকদের এসএমএস পাঠিয়ে অ্যালার্ট করেছে গ্রাহকদের তাদের পরিচয় পত্র হিসেবে যা যা জমা করতে হবে- ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড।
No comments