পুরসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক দল! মেয়র প্রার্থী কে?
এখন তৃণমূলের অন্দরে জোর আলোচনা চলছে কলকাতার মেয়র পদ নিয়ে।
একাধিক নাম শোনা যাচ্ছে তৃণমূল সূত্রে। প্রথম সারির মন্ত্রীর যেমন নাম আছে, তেমনই পুরসভার বর্তমান পদাধিকারীর নাম আছে। এর সঙ্গে আছে বর্তমান মেয়র ফিরহাদ হাকিমের নামও।
তবে তৃণমূল সূত্রে পাওয়া খবর, ফিরহাদ হাকিম নাকি ঘনিষ্ঠ মহলে কলকাতার মেয়র পদ থেকে সরে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। তবে তিনি কেন মেয়র পদ থেকে সরে যেতে চাইছেন তা তিনি স্পষ্ট করেন নি। আর এই খবর বাইরে আসার পরে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
রাজ্যের মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র সুব্রত মুখোপাধ্যায়ের নাম ফের উঠছে মেয়র পদে। সুব্রত-বাবু বর্তমানে কলকাতার বালিগঞ্জ কেন্দ্রের বিধায়ক। ২০১৯-এর লোকসভা ভোটে বালিগঞ্জ কেন্দ্র থেকে দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মালা রায় প্রায় ৫৫ হাজার ভোটে এগিয়ে ছিলেন।
মেয়র পদের জন্য রাজ্যের আর এক মন্ত্রী অরূপ বিশ্বাস, কলকাতার বর্তমান ডেপুটি মেয়র অতীন ঘোষের নামও নাকি বিবেচনাধীন। যদিও দলের ভাল-মন্দ বা কে প্রার্থী হবেন তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এখন দেখার শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী কি সিদ্ধান্ত নেন। আর সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহলের বড় অংশ।

No comments