দুই মেয়ে করিশ্মা-করিনা সেলিব্রেট করলেন বাবা রণধীর কাপুরের জন্মদিন
নজরবন্দি ব্যুরো : প্রাক্তন অভিনেতা রণধীর কাপুর ১৫ ই ফেব্রুয়ারি ৭৫ বছরে পা দিলেন। প্রতিবারের মত এইবারেও বাবা র জন্মদিন সেলিব্রেট করলেন কাপুর কন্যা করিশ্মা-করিনা।বাবা আদরের দুই মেয়ে করিশ্মা-করিনা প্রতিবারই বাবা জন্মদিন সেলিব্রেট করেন।করিশ্মা সোশ্যাল মিডিয়াতে বাবা রণধীর কাপুরের জন্মদিন সেলিব্রেশনের ছবি পোস্ট করেন।
জন্মদিন পার্টিতে উপস্থিত ছিলেন করিশ্মা-করিনা মা ববিতা কাপুর ,জামাই সইফ আলি খান। ভাই রাজীব কাপুর ,বোন রিমা জৈন ,ভাগ্নী নাতাশা নন্দা ও পরিবারের অন্যন্য সদস্যরা। তবে এইটা কিন্তু প্রথম নয় প্রতি বছরই বাবার জন্মদিন বেশ বড়ো করে সেলিব্রেট করে দুই মেয়ে করিশ্মা-করিনা।
কারিনা খুব একটা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নন সেই তুলনায় দিদি করিশ্মা খুবই অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে। প্রায় পরিবারের সব অনুষ্ঠানের ছবি শেয়ার করেন করিশ্মা
জন্মদিন পার্টিতে উপস্থিত ছিলেন করিশ্মা-করিনা মা ববিতা কাপুর ,জামাই সইফ আলি খান। ভাই রাজীব কাপুর ,বোন রিমা জৈন ,ভাগ্নী নাতাশা নন্দা ও পরিবারের অন্যন্য সদস্যরা। তবে এইটা কিন্তু প্রথম নয় প্রতি বছরই বাবার জন্মদিন বেশ বড়ো করে সেলিব্রেট করে দুই মেয়ে করিশ্মা-করিনা।
কারিনা খুব একটা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নন সেই তুলনায় দিদি করিশ্মা খুবই অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে। প্রায় পরিবারের সব অনুষ্ঠানের ছবি শেয়ার করেন করিশ্মা


No comments