Header Ads

দুই মেয়ে করিশ্মা-করিনা সেলিব্রেট করলেন বাবা রণধীর কাপুরের জন্মদিন

নজরবন্দি ব্যুরো : প্রাক্তন অভিনেতা রণধীর কাপুর ১৫ ই ফেব্রুয়ারি ৭৫ বছরে পা দিলেন। প্রতিবারের মত এইবারেও বাবা র জন্মদিন সেলিব্রেট করলেন কাপুর কন্যা করিশ্মা-করিনা।বাবা আদরের দুই মেয়ে করিশ্মা-করিনা প্রতিবারই বাবা জন্মদিন সেলিব্রেট করেন।করিশ্মা সোশ্যাল মিডিয়াতে বাবা রণধীর কাপুরের জন্মদিন সেলিব্রেশনের ছবি পোস্ট করেন।

জন্মদিন পার্টিতে উপস্থিত ছিলেন করিশ্মা-করিনা মা ববিতা কাপুর ,জামাই সইফ আলি খান। ভাই রাজীব কাপুর ,বোন রিমা জৈন ,ভাগ্নী নাতাশা নন্দা ও পরিবারের অন্যন্য সদস্যরা। তবে এইটা কিন্তু প্রথম নয় প্রতি বছরই বাবার জন্মদিন বেশ বড়ো করে সেলিব্রেট করে দুই মেয়ে করিশ্মা-করিনা।

কারিনা খুব একটা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নন সেই তুলনায় দিদি করিশ্মা খুবই অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে। প্রায় পরিবারের সব অনুষ্ঠানের ছবি শেয়ার করেন করিশ্মা


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.