সংঘাত ভুলে রাজভবনে মুখোমুখি রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী
নজরবন্দি ব্যুরোঃ রাজ্য-রাজ্যপাল সংঘাতের মাঝেই সব জল্পনার অবসান ঘটিয়ে মুখোমুখি রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। সোমবার রাজভবনে দুজনের বৈঠক শুরু হয়। তবে ঠিক কি কারনে দুজন বৈঠক করছেন তা এখনও স্পষ্ট নয়। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শিক্ষাব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে চায়ের টেবিলে বসতে চেয়েছিলেন রাজপাল জগদীপ ধনকড়। কিন্তু এতদিন ধরে মুখ্যমন্ত্রী রাজভবনে গিয়ে দেখা করেননি রাজ্যপালের সঙ্গে। তপশিলি জাতি উপজাতি জন্য আলাদা কমিশন তৈরীর কথা ভাবছিল রাজ্য।
সে বিষয়ে রাজ্যপালকে জানানো হয়েছিল কিন্তু তিনি কোন সহযোগিতা করেনি বলে জানিয়েছিল রাজ্য। তবে রাজ্য সরকারের পরিষদীয় মন্ত্রী তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দেখা করেছিলেন রাজ্যপালের সঙ্গে। মুখোমুখি কথা হয়েছিল রাজ্যপাল ও শিক্ষামন্ত্রীর। সেদিন বৈঠক থেকে বেরিয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন একান্ত সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল তাঁদের।
কিন্তু এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেননি। রাজ্যপাল রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যখন একাধিকবার কটাক্ষ করতে শুরু করেন, পাল্টা জবাব দিতে শোনা যায় রাজ্যের তরফেও। তবে এবার সব দ্বন্দ্ব ভুলে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করতে গেলেন রাজ্যপালের সঙ্গে। দেরিতে হলেও দুজনের এই সাক্ষাৎ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
সে বিষয়ে রাজ্যপালকে জানানো হয়েছিল কিন্তু তিনি কোন সহযোগিতা করেনি বলে জানিয়েছিল রাজ্য। তবে রাজ্য সরকারের পরিষদীয় মন্ত্রী তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দেখা করেছিলেন রাজ্যপালের সঙ্গে। মুখোমুখি কথা হয়েছিল রাজ্যপাল ও শিক্ষামন্ত্রীর। সেদিন বৈঠক থেকে বেরিয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন একান্ত সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল তাঁদের।

No comments