বড় ফাটলের মুখে মহারাষ্ট্রের শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোট
নজরবন্দি ব্যুরোঃ একাধিক ইস্যুতে মতনৈক্য থাকায় মহারাষ্ট্রে ধাক্কার মুখে শিবসেনা, কংগ্রেস ও এনসিপি জোট। তিন শরিকের মধ্যে রীতিমত ফাটল তৈরি হয়েছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা। সোমবার একটি দলীয় বৈঠক ডেকেছেন এনসিপি নেতা শরদ পাওয়ার। আর সেই বৈঠকে জোট সরকার চালানো নিয়ে কথা হতে পারে বলে সূত্রের খবর। সেইসঙ্গে আদৌ জোটে থাকবে কি না এ নিয়ে আলাপ আলোচনা হতে পারে দলের শীর্ষ নেতাদের সঙ্গে।
উল্লেখ্য মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে একাধিক সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস ও এনসিপি কে না জিজ্ঞেস করে। তা নিয়ে ইতিমধ্যে কংগ্রেস ও এনসিপির সঙ্গে শিবসেনার দূরত্ব তৈরি হচ্ছে। এনসিপি ও কংগ্রেসের একাধিক নেতা দাবি করেছেন তাঁদের গুরুত্ব না দিয়ে মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে একাই সিদ্ধান্ত নিচ্ছেন। এলগার পরিষদ মামলায় নিয়ে তদন্তের ভার দেওয়া হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে। তা বিরোধিতা করেন শরদ পাওয়ার। তাঁর কথায় অভ্যন্তরীণ বিষয় রাজ্যের মধ্যেই মিটমাট করে নেওয়া ভালো। অন্যদিকে প্রথম থেকেই সিএএ, এনআরসি ও এনপিআরের বিরুদ্ধাচারণ করতে থাকে কংগ্রেস ও এনসিপি। কিন্তু শনিবার মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে জানিয়ে দেন যে তিনি এনপিআর লাগু করবেন। এরপরই জটিলতা তৈরি হয়। জোট আদৌ থাকবে কিনা তা নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

No comments