শ্রাবন্তী-রোশন প্রি হানিমুনে গিয়েছিলেন পাটায়া ,ছবি ভাইরাল
নজরবন্দি ব্যুরো :অভিনেত্রী শ্রাবন্তী কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাকটিভ। মাঝে মঝ্যেই শ্রাবন্তী তাঁর পরিবারের আনন্দের মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। স্ত্রী মতই স্বামী রোশান সিং ও কিন্তু সোশ্যাল মিডিয়ায় সমান ভাবে অ্যাকটিভ।
সম্প্রতি স্ত্রী শ্রাবন্তীর সাথে পাটায়ার দুটি ছবি পোস্ট করেন রোশান। ছবি দিতি ক্যাপশানে তিনি লেখেন শ্রাবন্তীকে পাটায়াতে গিয়ে পিটিয়েছিলেন রোশন। এই ক্যাপশন থেকে ইটা বোঝা যাচ্ছে বিয়ে আগে পাটায়াতে গেছিলেন শ্রাবন্তী ও রোশন তাদের প্রি হানিমুন করতে। মাজে মধ্যেই তাঁরা তাদের ভালোবাসার মুহূর্তের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ভ্যালেন্টাইন'স ডে যেদিন নিজেদের বিয়ের ছবি পোস্ট করে একে অপর কে শুভেচ্ছা বার্তা দেন। তবে শ্রাবন্তী কে আমরা শীঘ্রই দেখতে চলেছি পড়ায়। কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'কাবেরী অন্তর্ধান' অভিনয় করছেন তিনি। তাঁর বিপরীতে এই ছবিতে অভিনয় করছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। এখন শ্রাবন্তী উত্তরবঙ্গে এই ছবির শ্যুটিং করছেন।
সম্প্রতি স্ত্রী শ্রাবন্তীর সাথে পাটায়ার দুটি ছবি পোস্ট করেন রোশান। ছবি দিতি ক্যাপশানে তিনি লেখেন শ্রাবন্তীকে পাটায়াতে গিয়ে পিটিয়েছিলেন রোশন। এই ক্যাপশন থেকে ইটা বোঝা যাচ্ছে বিয়ে আগে পাটায়াতে গেছিলেন শ্রাবন্তী ও রোশন তাদের প্রি হানিমুন করতে। মাজে মধ্যেই তাঁরা তাদের ভালোবাসার মুহূর্তের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ভ্যালেন্টাইন'স ডে যেদিন নিজেদের বিয়ের ছবি পোস্ট করে একে অপর কে শুভেচ্ছা বার্তা দেন। তবে শ্রাবন্তী কে আমরা শীঘ্রই দেখতে চলেছি পড়ায়। কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'কাবেরী অন্তর্ধান' অভিনয় করছেন তিনি। তাঁর বিপরীতে এই ছবিতে অভিনয় করছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। এখন শ্রাবন্তী উত্তরবঙ্গে এই ছবির শ্যুটিং করছেন।

No comments