রাম জন্মভূমি ট্রাস্টকে ৬৭ একর জমি দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
নজরবন্দি ব্যুরোঃ রাম মন্দির তৈরির জন্য ট্রাস্টকে ৬৭ একর জমি দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার উত্তরপ্রদেশের বারাণসীতে একটি অনুষ্ঠানে যোগদান করেছিলেন তিনি। সেই সভা মঞ্চ থেকেই তিনি রাম মন্দিরের জমি দেওয়ার ঘোষণা করেন। মন্দির নির্মাণের জন্য রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে ৬৭ একর জায়গা দেওয়া হবে। এই জায়গা নিয়ে বিতর্ক না মিটলে তা সম্পুর্ন কেন্দ্রের হাতে থাকার নির্দেশ দিয়েছিল দিল্লী সুপ্রিম কোর্ট। এবার সেই ৬৭ একর জায়গায় ট্রাস্টকে দান করে দেয়া হল। রবিবার বারাণসীতে গুরুকুলের অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন এই জমিতে কাজ শুরু হলে মন্দির অনেক বড় পরিসরে তৈরি হবে এবং মন্দিরের ঐতিহ্য আরো বাড়বে। আগেই সংসদে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী রাম জন্মভূমিতে মন্দির তৈরীর জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ট্রাস্ট তৈরীর কথা ঘোষণা করেন। সেই ট্রাস্টই স্বনিয়ন্ত্রিত ভাবেই অযোধ্যায় রাম মন্দির তৈরির দায়িত্ব পেয়েছিল। এবার সেই ট্রাস্টের হাতে ৬৭ একর জায়গা দেওয়ায় খুশি রাম ভক্তরা। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন ‘ভারত অন্য ধারায় চলে সর্বদাই ভারত বর্ষ সংস্কৃতি রীতিনীতি ঠিক করে।’ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কর্নাটকের মুখ্যমন্ত্রী সহ একাধিক বিজেপি নেতা নেত্রী।

No comments