টাকা নিয়ে কলেজে ভর্তির অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল
নজরবন্দি ব্যুরোঃ টাকা নিয়ে কলেজে ছাত্র ভর্তির অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিরুদ্ধে। যার জেরে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিতে পারেনি বেশকিছু পড়ুয়া। ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূলের প্রাক্তন জিএস থেকে শুরু করে বেশ কিছু ছাত্র পরিষদ সদস্যের। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কেশপুর কলেজে। স্থানীয় সূত্রে খবর যখন কলেজে অ্যাডমিশন চলছিল সেই সময়ে কলেজের বেশ কিছু সিনিয়র দাদা পড়ুয়াদের ভর্তির জন্য টাকা দাবি করেন বলে অভিযোগ। সেই মতই টাকা দিয়ে ভর্তি হয়েছিলেন জনা ষাটেক পড়ুয়া।
কলেজে নিয়মিত ক্লাসও শুরু করেন তাঁরা। কিন্তু গলদ ধরা পড়ে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শুরু হওয়ার সময়। কলেজ কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেয়া হয় যে তারা অবৈধভাবে ভর্তি হয়েছে। তাই তাদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না। টাকা দিয়ে ভর্তি হওয়ার পরও পরীক্ষায় বসতে না পেরে ক্ষোভে ফেটে পড়েন অভিযোগকারী পড়ুয়ারা। পরে কলেজের সেইসব দাদাদের কাছে গেলে তারা পুরো বিষয়টি উড়িয়ে দেয়।
কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানান প্রতারিত পড়ুয়ারা। তবে কলেজ কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানিয়ে মেলেনি কোনো সুরাহা। তারপর থেকেই ক্ষোভে ফুঁসছে তারা। প্রতারিত হয়ে এবার শিক্ষামন্ত্রী দ্বারস্থ হতে চলেছেন প্রতারিতরা। তবে বিষয়টি নিয়ে স্থানীয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা মুখে কুলুপ এঁটেছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
কলেজে নিয়মিত ক্লাসও শুরু করেন তাঁরা। কিন্তু গলদ ধরা পড়ে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শুরু হওয়ার সময়। কলেজ কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেয়া হয় যে তারা অবৈধভাবে ভর্তি হয়েছে। তাই তাদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না। টাকা দিয়ে ভর্তি হওয়ার পরও পরীক্ষায় বসতে না পেরে ক্ষোভে ফেটে পড়েন অভিযোগকারী পড়ুয়ারা। পরে কলেজের সেইসব দাদাদের কাছে গেলে তারা পুরো বিষয়টি উড়িয়ে দেয়।
No comments