Header Ads

'হায়দরাবাদ ধর্ষণ কাণ্ডের এনকাউন্টার' এর ঘটনাকে বড়পর্দায় তুলে ধরছেন রামগোপাল

নজরবন্দি ব্যুরো :২০১৯ সালের নভেম্বর মাসের এক রাতের ঘটনা। হায়দরাবাদের এক পুশু চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডি কে ধর্ষণ করে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলা হয় তাঁকে।কিছুদিন পরেই পুলিশ ওই অভিযুক্তদের নিয়ে যায় ওই ঘটনাস্থল ঘটনার পুনর্নির্মাণের করতে পুলিশ জানান পুনর্নির্মাণের সময় পালতে যায় অভিযুক্তরা পুলিশ ঠিক এই সময়ে এনকাউন্টার করেন। এই ঘটনার নিয়ে দেশ জুড়ে তোলপাড় হয়েছিল এই পুরো ঘটনা আসতে।

 চলেছে এবার পর্দায়। এই ব্যাপার নিয়ে রামগোপাল ভার্মা কথা বলেছেন সামশাবাদের অ্যাডিশনাল পুলিশ কমিশনারের সাথে।শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই ছবির কাজ করবেন তিনি। পরিচালকের কোথায় ,হায়দাবাদের ঘটনা গোটা দেশেকে উত্তাল করে তুলেছিল।বহু মানুষ পথে নেমেছিলেন এই ঘটনার প্রতিবাদে। এই ঘটনা পরিচালককেও নাড়িয়ে দেয়।তাই তিনি ঘটনা নিয়ে ছবি করার কথা ভাবেন। আর যে কোন প্রজেক্টের জন্য দরকার গবেষণা। আর সেই গবেষণার জন্যই পরিচালক চলে যান সামশাবাদে। সেদিন কি হয়েছিল সেটা জানারই চেষ্টা করছেন পরিচালক। এছাড়া এনকাউন্টার নিয়ে কথা বলছেন মামলার দায়িত্বে থাকা অফিসারদের সাথে। ছবির চিত্রনাট্য যাতে বাস্তবধর্মী হয় সেই কারণেই প্রানপণ গবেষণা করছেন পরিচালক।গবেষনা মিটলেই চিত্রনাট্যে হাত দেবেন পরিচালক।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.