রাজ্যে শিক্ষক নিয়োগ হবে দ্রুত! খুশির খবর শোনালেন শিক্ষামন্ত্রী
ছাত্র-শিক্ষক অনুপাত ঠিক রাখতে বিভিন্ন বিধায়কের কাছে স্থানীয় স্কুলের হাল-হকিকৎ জানতে চাইলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিধায়ক জ্যোতির্ময় করের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা এক লক্ষ শিক্ষক নিয়োগ করেছি।
শিক্ষামন্ত্রী এই প্রসঙ্গে জানিয়েছেন, শিক্ষার মানোন্নয়নে ছাত্র-শিক্ষক অনুপাতে ভারসাম্য রাখাটা খুব দরকার।তাই সেই প্রয়োজন মেটাতে শিক্ষক নিয়োগ করা হবে দ্রুত। আর এই খবরে বেশ আনন্দিত এই রাজ্যের পরীক্ষার্থীরা।
আরও পড়ুন মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস; নাম্বার দেখে অবিলম্বে অপরাধী চিহ্নিত করুক পর্ষদ। #NajarbandiExclusive
No comments