Header Ads

মাধ্যমিকের প্রথম দিনে প্রশ্ন ফাঁসের অভিযোগ!

নজরবন্দি ব্যুরো:গতবছরে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটনা নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়েছিল রাজ্য সরকারকে। আর এই প্রশ্ন ফাঁস আটকাতে এবছর কড়া পদক্ষেপ নেয় সরকার।
কিছু কিছু এলাকায় ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ জারি করে প্রশাসন। তাঁর পরেও সেই বিতর্ক মিটল না।
প্রথমদিনেই প্রশ্ন বিভ্রাট। পরীক্ষা শুরু কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল প্রথম ভাষা বাংলার প্রশ্নপত্র। কিন্তু ভাইরাল প্রশ্নটিতেই পরীক্ষা হচ্ছে কি না, তা স্পষ্ট হবে বেলা ৩ টেয় পরীক্ষা শেষের পর।

২০১৯-এর মাধ্যমিকে লাগাতার প্রশ্ন-ফাঁসে বেকায়দায় পড়তে হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদকে। সেই কারণে চলতি বছরের মাধ্যমিকে প্রশ্ন-ফাঁস রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছিল সরকার। বিভিন্ন জেলার ৪২ টি ব্লকে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। কিন্তু তা সত্ত্বেও এবারও প্রথম ভাষা বাংলার পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি প্রশ্নপত্র। যার ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে পর্ষদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.