জুটি বেঁধেছে শাহরুখ কন্যা সুহানা ও অসিম রিয়াজ
নজরবন্দি ব্যুরো :কেউ চিনতো না তাঁকে। তাঁর ভক্তের সংখ্যা ও ছিল কম কিন্তু সব ফাইনালিস্ট হয়েছেন তিনি।হ্যাঁ কথা হচ্ছে বিগ বস ১৩ এর অসিম রিয়াজের। বিগ বসের বাড়ি থেকে বেরিয়েই জানা গেছে অসীম নাকি শাহরুখকন্যা সাথে জুটি বাঁধছে।
না সেই জুটি রিয়াল লাইফে নয় রিল লাইফে। বলিউড পাড়ার খবর করণ জোহরের হাত ধরে এইবার অভিনেতা হিসাবে বলিউডে পা রাখতে চলেছেন অসিম। শুধু তাই নয় শাহরুখ কন্যা সুহানার বিপরীতে দেখা যাবে অসিম কে। শোনা যাচ্ছে করণ জোহরের সিমেনা স্টুডেন্ট অফ দ্য ইয়ার পার্ট থ্রি তে দেখা সুহানা ও অসিম কে। তবে এই বিষয় নিয়ে তাঁরা কেউই মুখ খোলেননি। শুধু জানা গেছে করণ জোহরের স্টুডেন্ট অফ দ্যা ইয়ারে সুহানার বিপরীতে দেখা যাবে জম্মু কাশ্মীরের এক মডেল কে। তবে ঠিকঠাক খবর এখনও মেলেনি।
না সেই জুটি রিয়াল লাইফে নয় রিল লাইফে। বলিউড পাড়ার খবর করণ জোহরের হাত ধরে এইবার অভিনেতা হিসাবে বলিউডে পা রাখতে চলেছেন অসিম। শুধু তাই নয় শাহরুখ কন্যা সুহানার বিপরীতে দেখা যাবে অসিম কে। শোনা যাচ্ছে করণ জোহরের সিমেনা স্টুডেন্ট অফ দ্য ইয়ার পার্ট থ্রি তে দেখা সুহানা ও অসিম কে। তবে এই বিষয় নিয়ে তাঁরা কেউই মুখ খোলেননি। শুধু জানা গেছে করণ জোহরের স্টুডেন্ট অফ দ্যা ইয়ারে সুহানার বিপরীতে দেখা যাবে জম্মু কাশ্মীরের এক মডেল কে। তবে ঠিকঠাক খবর এখনও মেলেনি।
No comments