দু দশকের সেরা ক্রীড়া মুহূর্তের সম্মান পেলেন সচিন
নজরবন্দি ব্যুরোঃ ২০১১-র বিশ্বকাপের ফাইনালে জয়ের পর সচিন তেন্ডুলকরকে কাঁধে তুলে সহ খেলোয়াড়দের উচ্ছ্বাসের সেই দৃশ্য ভারতীয় ক্রিকেটের ইতিহাসের সেই ছবি কে আর ভুলতে পারবে। ২০১১-তে শেষবার বিশ্বকাপ খেলেছিলেন সচিন। মহেন্দ্র সিংহ ধোনির নেতত্বাধীন ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে সচিনকে কাঁধে তুলে নিয়ে স্টেডিয়ামে ভিকট্রি ল্যাপ দেন দলের সতীর্থরা। এবার সেই ছবিই সেরা ক্রীড়া মুহূর্তের সম্মান জেতাল মাস্টার ব্লাস্টারকে।
শচীনের হাতে পুরস্কার তুলে দেন তাঁর একসময়ের প্রতিদ্বন্দ্বী স্টিভ ওয়া। ট্রফি হাতে শচীন বলেন, 'এই অনুভূতি অবিশ্বাস্য। বিশ্বকাপ জেতার অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। খুব কমই এমন ইভেন্ট হয়। যখন গোটা দেশ আনন্দে উদ্বেল হয়ে ওঠে। আর এটাই প্রমাণ করে খেলাধুলো সত্যিই শক্তিশালী এবং মানুষের জীবনে তা ম্যাজিকের মতো প্রভাব ফেলে।'
শচীনের হাতে পুরস্কার তুলে দেন তাঁর একসময়ের প্রতিদ্বন্দ্বী স্টিভ ওয়া। ট্রফি হাতে শচীন বলেন, 'এই অনুভূতি অবিশ্বাস্য। বিশ্বকাপ জেতার অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। খুব কমই এমন ইভেন্ট হয়। যখন গোটা দেশ আনন্দে উদ্বেল হয়ে ওঠে। আর এটাই প্রমাণ করে খেলাধুলো সত্যিই শক্তিশালী এবং মানুষের জীবনে তা ম্যাজিকের মতো প্রভাব ফেলে।'
No comments