Header Ads

দলে কমছে যুব ও মহিলাদের সংখ্যা, চিন্তায় আলিমুদ্দিন

নজরবন্দি ব্যুরোঃ দিনে দিনে তলানিতে যাচ্ছে যুব সদস্যদের সমর্থন । কমছে যুব ও মহিলাদের সমর্থন। এই বিষয় নিয়ে যথেষ্ট চিন্তিত সিপিআইএম নেতৃত্বরা। ২০১৫ সালের হিসাব অনুযায়ী ৩১ বছরের নিচে দলে যুবর সংখ্যা ছিল ১৩.৫ শতাংশ, ২০২৯-এ সেই সংখ্য কমে দাঁড়িয়েছে ৮.৭৫ শতাংশে। বেশ কিছুটা কমেছে মহিলা সদস্যের সংখ্যা।

অন্য দিকে বাড়ছে বিজেপির সদস্য সংখ্য। ২০১৯-এর ভোটের আগের থেকেই বোঝা যাচ্ছিল বামের ভোট বিজেপিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ভোট যুদ্ধে তা প্রমানিত হয়েছে। একদিকে বিপুল সংখ্যায় কমেছে বামেদের সমর্থক আর তাতেই লাভবান হয়ে ভোট বেড়েছে বিজেপির।
যুবদের সংখ্যা হ্রাস পাওয়া নিয়ে সিপিএম তাঁদের দলীয় বিশ্লেষণ করে বিষয়টি দলের ৩ নম্বর চিঠিতে উল্লেখ করেছে। তাঁরা জানিয়েছেন ৪ বছরে সদস্য সংখ্যা কমেছে ৪.৩০ শতাংশ। এর আগে মহিলা সদস্য সংখ্যা বাড়ানোর ব্যাপারে প্লেনামে সিপিএম-এর সংগঠনে বল;আ হয়েছিল। কিন্তু তা কার্যকর হয়নি। পার্টির চিঠির একটা অনুচ্ছেদে বলা হয়েছে মহিলাদের অন্তর্ভুক্তির ক্ষেত্রে পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গী এখন কাজ করছে। রাজ্য সিপিএম-এ ২০১৫ সাল থেকে ২০১৯ সালে মহিলাদের সংখ্যা ১০.০৪ শতাংশ থেকে কমে হয়েছে ১০.৩ শতাংশ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.