মহিলা হয়ে মহিলাকে ধর্ষনের হুমকি! চাপের মুখে ক্ষমা চাইতে বাধ্য হলেন তৃনমূল MLA
নজরবন্দি ব্যুরোঃ অন্যান্য দিনের মত অধিবেশন চলছিল বিধানসভায়। প্রথমটায় সব ঠিকঠাক থাকলেও আচমকাই ঘটে নজিরবিহীন ঘটনা ঘটে শাসক দলের এক বিধায়িকার বক্তৃতা দেওয়ার সময়। বর্ধমানের মেমারির তৃণমূল বিধায়ক নার্গিস বেগম বাজেট প্রসঙ্গে বক্তৃতা দিচ্ছিলেন।
তাঁর বক্তৃতা চলাকালীন জামুরিয়ার সিপিআই(এম) বিধায়িকা জাহানারা খান তোপ দাগতে থাকেন রাজ্যে বেড়ে চলা ধর্ষনের ঘটনার প্রতিবাদ করে। ক্রমে দুজনেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তারমাঝেই মেজাজ হারিয়ে নার্গিস বেগম সিপিএম বিধায়িকা জাহানারাকে বলেন “তোমার ধর্ষণ হবে...।” এই মন্তব্যে কার্যত হতবাক হয়ে যান সবাই। সিপিআইএম বিধায়িক জাহানারা হাউহাউ করে কেঁদে ফেলেন। পরে বিধানসভার অধ্যক্ষকে অভিযোগ জানান তিনি। ঘটনায় সমালোচনায় সরব হয়েছেন শাসক-বিরোধী বিধায়করা। এই ঘটনায় কড়া সমালোচনা করেছেন খোদ ফিরহাদ হাকিম।
তৃণমূল বিধায়কের বেলাগাম মন্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন স্পীকার। তবে পুরো বিষয়টি স্লিপ অব টাং’ বলে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেছিলেন তৃণমূল বিধায়িকা নার্গিস বেগম। তাঁর দাবি তিনি ধর্ষণ প্রসঙ্গে বলতে গিয়ে ভুলকরে এমনটা বলে ফেলেছেন। কিন্তু তাতে চিড়ে ভেজেনি, ঘরে বাইরে সমালোচনার ঝড় বয়ে যায়! ফলে চাপের মুখে নতিস্বীকার করে সিপিআইএম বিধায়িকার সামনে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন তিনি।
তাঁর বক্তৃতা চলাকালীন জামুরিয়ার সিপিআই(এম) বিধায়িকা জাহানারা খান তোপ দাগতে থাকেন রাজ্যে বেড়ে চলা ধর্ষনের ঘটনার প্রতিবাদ করে। ক্রমে দুজনেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তারমাঝেই মেজাজ হারিয়ে নার্গিস বেগম সিপিএম বিধায়িকা জাহানারাকে বলেন “তোমার ধর্ষণ হবে...।” এই মন্তব্যে কার্যত হতবাক হয়ে যান সবাই। সিপিআইএম বিধায়িক জাহানারা হাউহাউ করে কেঁদে ফেলেন। পরে বিধানসভার অধ্যক্ষকে অভিযোগ জানান তিনি। ঘটনায় সমালোচনায় সরব হয়েছেন শাসক-বিরোধী বিধায়করা। এই ঘটনায় কড়া সমালোচনা করেছেন খোদ ফিরহাদ হাকিম।

No comments