Header Ads

গালি বয় হারিয়ে দিল কেশরী কে,ক্রোধে ফিল্মফেয়ার ছেড়ে চলে গেলেন মনোজ মুন্তাশির

নজরবন্দি ব্যুরো :এইবারের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস উদযাপন হয় গৌহাটিতে। সেখানে সেরা গীতিকারের পুরস্কার পেলেন ডিভাইন ও অঙ্কুর তিওয়ারি 'গলি বয়'ছবির আপনা টাইম আয়েগা গানের জন্য তাঁরা পেলেন এই পুরস্কার অন্যদিকে সেরা গীতিকারের নাম ঘোষণার সাথে সাথে ক্ষোভে ফেটে পড়েন গীতিকার মনোজ মুন্তাশির।

কারণ সেরা গীতিকারের নমিনেশন ছিল 'কেশরী’ ছবির ‘তেরি মিট্টি’ গানটি। সেরা গীতিকার পুরস্কার ঘোষণার সঙ্গে সঙ্গেই অ্যাওয়ার্ডস সেরিমনি থেকে বেরিয়ে যান মনোজ। তবে মনোজ সেখানে কিছু বলেননি পরে সোশ্যাল মিডিয়াতে তিনি তাঁর বক্তব্য রাখেন। মনোজ সোশ্যাল মিডিয়াতে লেখেন,'আমি চাইলেও টেরি মিট্টির থেকে একটাও ভালো গান লিখতে পারবো না ,এই গানের প্রতি কি করে মানুষ সন্মান করতে পারে না ?আসলে এরা দেশ অসম্মান করেন। এছাড়া মনোজ মুন্তাশির এটাও জানান যে তিনি এরপর আর কোন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাবেননা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.