প্রতিবেশী বধুকে ধর্ষণের চেষ্টায় কাটা গেলো পুরুষাঙ্গ।
নজরবন্দিব্যুরোঃ প্রতিবেশী বধুকে ধর্ষণের চেষ্টায় কাটা গেলো পুরুষাঙ্গ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। অভিযুক্ত ব্যক্তির বয়স সত্তরের উর্ধ্বে। অভিযুক্ত ব্যক্তি বর্তমানে কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন। ক্যানিং থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। সূত্রের খবর, অভিযুক্ত বৃদ্ধার নাম ইউনুস মোল্লা। ইউনুস ক্যানিং দাড়িয়ার বাসিন্দা।
শনিবার গভীর রাতে প্রতিবেশী এক বধূর বাড়িতে চড়াও হয় সত্তরোর্ধ বৃদ্ধা। প্রথমে সে বাইরে থেকে ডাকাডাকি শুরু করে । তাতে মহিলা কোনো সারা শব্দ না করায় ইউনুস মোল্লা জোড় করে দড়জা ভেঙ্গে ঘড়ে প্রবেশ করে। সেই সময় গৃহবধুর তিন সন্তান ঘড়ে ঘুমিয়ে ছিল। বৃদ্ধ ইউনুস মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাঁকে ধর্ষণ করার চেষ্টা করে। নিজের সন্মান বাঁচাতে সেই মুহুর্তে মহিলা যা হাতের সামনে যা পায় তাই দিতে বৃদ্ধাকে আক্রমণ করে।
চিৎকার চেচামেচির মধ্যে শুনে মহিলার সন্তানরা ঘুম থেকে উঠে পড়ে এবং বৃদ্ধাকে মারধর কড়া হয়। সেই মুহুর্তে মহিলা ঘড়ে থাকা বটি দিয়ে বৃদ্ধার পুরুষাঙ্গ কেটে দেয়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই আশঙ্কা জনক অবস্থায় ইউনুস মোল্লাকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখান থেকে তাঁকে কলকাতা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে কলকাতা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে অভিযুক্ত ইউনুস মোল্লা। নিগৃহীতা দৃহ বধূ ক্যানিং থানার পুলিশের কাছে দ্বারস্ত হয়েছেন এবং অভিযুক্ত ব্যক্তির শাস্তিওর দাবি জানিয়েছেন।
শনিবার গভীর রাতে প্রতিবেশী এক বধূর বাড়িতে চড়াও হয় সত্তরোর্ধ বৃদ্ধা। প্রথমে সে বাইরে থেকে ডাকাডাকি শুরু করে । তাতে মহিলা কোনো সারা শব্দ না করায় ইউনুস মোল্লা জোড় করে দড়জা ভেঙ্গে ঘড়ে প্রবেশ করে। সেই সময় গৃহবধুর তিন সন্তান ঘড়ে ঘুমিয়ে ছিল। বৃদ্ধ ইউনুস মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাঁকে ধর্ষণ করার চেষ্টা করে। নিজের সন্মান বাঁচাতে সেই মুহুর্তে মহিলা যা হাতের সামনে যা পায় তাই দিতে বৃদ্ধাকে আক্রমণ করে।

No comments