Header Ads

বিজেপিকে টেক্কা দিতে সঙ্ঘের মতোই কমরেডদের কসরতের নিদান সিপিআই(এম) এর!

নজরবন্দি ব্যুরো: আরএসএসের সূচনালগ্ন থেকে বিশেষ নজর দেওয়া হয়েছিল শরীরচর্চায়। এখনও শাখায় নিয়মিত লাঠিখেলা থেকে নানা ধরনের শারীরিক কসরত করতে হয় কর্মীদের।
এবার সঙ্ঘের আদলেই কমরেডদের শারীরিকভাবে সবল করে তোলার উদ্যোগ নিল সিপিআই(এম)। এবার পার্টির গোপন চিঠিতে জোর দেওয়া হয়েছে শরীরচর্চায়।               

বিজেপি নেতারা বলে থাকেন, এককালে ডাম্বেল ভাঁজতেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৬৯ বছর বয়সেও তাঁর হাঁটাচলায় স্পষ্ট, নিয়মিত শরীরচর্চা, যোগ করেন। ২০১৮ সালে বিরাট কোহলির চ্যালেঞ্জ গ্রহণ করে প্রধানমন্ত্রীর শরীরচর্চার ভিডিয়ো সোশ্যাল মিডিয়া মাধ্যমে ছড়িয়ে পড়েছিল গোটা দেশে। তাঁর উদ্যোগেই ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের ঘোষণা করেছেন রাষ্ট্রসংঘ।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও একাধিকবার লাঠিখেলায় তাঁর মুন্সিয়ানা দেখিয়েছেন। খেটে খাওয়া মানুষের প্রতিনিধি বলে নিজেদের দাবি করে সিপিআই(এম)। তবে সঙ্ঘ ও বিজেপির সঙ্গে লড়াই করতে হলে বাহুতে জোর না থাকলে চলবে না। তা এবার বুঝতে পেরেছেন নেতারা। তাই পার্টি কর্মীদের দেওয়া গোপন চিঠিতে লেখা হয়েছে,"ক্যাডার ও সদস্যদের সুস্থ এবং সতেজ রাখতে শরীরচর্চা আমাদের প্রশিক্ষণের মধ্যে রাখতে হবে। পার্টি স্কুলের বিষয়ে শারীরিক প্রশিক্ষণকে যুক্ত করতে হবে।'' 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.