Header Ads

অন্য লুকে শ্যামা ওরফে তিয়াসা, এই অন্য লুক নিয়ে কি বললেন তিয়াসা?দেখে নিন

নজরবন্দি ব্যুরো : সবার আদরের শ্যামার নতুন অবতার দেখে কৃষ্ণকলি ভক্তেররা বেশ চমক খেয়েছে। গায়ের রং কালো শাড়ি পড়া গ্রাম্য বধূ শ্যামা এবার বুলেট চালিয়ে এক্কেবারে নতুন অবতারে। তবে বুলেট চালানোর বেশ কিছু গল্প ভাগ করলেন শ্যামা ওরফে তিয়াসা রায়।

তিয়াসা এক সময়ে স্বামী সাবান রায়ের কাছে শিখে ছিলেন বাইক চালান কিন্তু কখনো ভাবেননি এই বাইক চাল তাঁর কাজে সাহায্য করবে। তাই তো তিনি বাইক চালনোর শটে খুবই স্বচ্ছন্দে শট দিতে পেরেছিলেন তিনি। এছাড়া বাইক চলতে হবে শুনে বড্ড আনন্দ পেয়েছিলেন তিয়াস। তবে স্বামী সুবান কখনই তাকে বুলেট চালাতে দেননি। কিন্তু কৃষ্ণকলিতে বুলেট চালিয়ে নিজের ইচ্ছাপূরণ হয়েছে তিয়াসার। তবে শ্যামার এই নতুন লুক নিয়ে শ্যামে কে এক দিকে ট্রোল হতে হয়েছে অন্য দিকে অনেকেই শ্যামার এই নতুন লুকে মুগ্ধ। এখন দেখা বিষয় কৃষ্ণকলির সিরিয়ালের নতুন মরে কি চমক রয়েছে। এটা কি শ্যামা না অন্য কোন টুইস্ট চরিত্র এটাই দেখার বিষয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.