আবার স্বমহিমায় অনুব্রতঃ নেতারা টাকা চাইলেই পেটাবেন, জেলে ভরে দেবেন
নজরবন্দি ব্যুরোঃ ফের স্বমহিমায় অনুব্রত মণ্ডল। মঞ্চ থেকে লাগাতার হুশিয়ারি শোনা গেল তাঁর কন্ঠে। চিরাচরিত ভঙ্গিতেই বিরোধীদের সরাসরি হুঁশিয়ারি দিলেন তিনি। বীরভূমের আমোদপুরের একটি রাজনৈতিক সভায় যোগ দিয়েছিলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। নাম না করে বিজেপিকে টার্গেট করে তিনি বলেন "একটা গাছ আছে জানেন, কয়েকটা ডালপালা এদিক-ওদিক বেরয়। ওগুলো আগাছা।
বাংলায় এই আগাছা যারা আছে, মাঝে মাঝে আগাছার ডালে যদি আকারে বেশি হয়, ডালটাকে ছাঁটতে হয়, এটা মনে রাখবেন।" আর তাঁর এহেন মন্তব্যে ফের শুরু হয়েছে বিতর্ক। তবে এদিনের সভা থেকেই নিজের দলের নেতা কর্মীদেরও হুশিয়ারি দিতে ছাড়েন নি তিনি। দলের নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন "২৮ হাজার বাড়ি এসেছে ৷ যদি কোনও পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির নেতা বা পঞ্চায়েত কর্মী টাকা চায়, আমি বলে দিয়ে গেলাম বেধড়ক মারবেন। আমি এক লাখ এক হাজার বাড়ি দিয়েছি। যদি কেউ ভাবে এই বাড়ি থেকে টাকা নেব, আমি আপনাদের বলছি দল বেঁধে তাঁর বাড়িতে চড়াও হবেন। তাঁকে বেধড়ক পেটাবেন। থানায় এসে ভরে দেবেন। যদি কোনও নেতা বাঁচাতে যায়, আমাকে ফোন করবেন। তাঁকেও ভরে দেব।" দলের নেতা কর্মীদেরকেও হুশিয়ারি দেওয়ায় দলের অন্দরেই চর্চা শুরু হয়ে গিয়েছে।
বাংলায় এই আগাছা যারা আছে, মাঝে মাঝে আগাছার ডালে যদি আকারে বেশি হয়, ডালটাকে ছাঁটতে হয়, এটা মনে রাখবেন।" আর তাঁর এহেন মন্তব্যে ফের শুরু হয়েছে বিতর্ক। তবে এদিনের সভা থেকেই নিজের দলের নেতা কর্মীদেরও হুশিয়ারি দিতে ছাড়েন নি তিনি। দলের নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন "২৮ হাজার বাড়ি এসেছে ৷ যদি কোনও পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির নেতা বা পঞ্চায়েত কর্মী টাকা চায়, আমি বলে দিয়ে গেলাম বেধড়ক মারবেন। আমি এক লাখ এক হাজার বাড়ি দিয়েছি। যদি কেউ ভাবে এই বাড়ি থেকে টাকা নেব, আমি আপনাদের বলছি দল বেঁধে তাঁর বাড়িতে চড়াও হবেন। তাঁকে বেধড়ক পেটাবেন। থানায় এসে ভরে দেবেন। যদি কোনও নেতা বাঁচাতে যায়, আমাকে ফোন করবেন। তাঁকেও ভরে দেব।" দলের নেতা কর্মীদেরকেও হুশিয়ারি দেওয়ায় দলের অন্দরেই চর্চা শুরু হয়ে গিয়েছে।

No comments