Header Ads

সেমিফাইনালে বাংলাকে লড়াইয়ে রাখল অনুষ্টুপের ব্যাট

নজরবন্দি ব্যুরোঃ সেমিফাইনালেও বাংলা দলের ত্রাতা ফের অনুষ্টুপ মজুমদার। রঞ্জি সেমিফাইনালে এদিন টস জিতে ইডেনে বাংলাকে ব্য়াটিংয়ে আমন্ত্রণ জানায় কর্ণাটক। সেই আমন্ত্রণে বাংলা দলের শুরুটা অবশ্য একেবারেই ভালো হয়নি।টস জিতে বাংলাকে প্রথম ব্যাট করতে পাঠিয়েছিলেন কর্নাটকের অধিনায়ক করুণ নায়ার। ইনিংসের তৃতীয় ওভারেই বাংলা শিবিরকে প্রথম ধাক্কাটা দেন অভিজ্ঞ পেসার অভিমন্যু মিঠুন। আউট হন ওপেনার অভিষেক রামন শূন্য রানে। এরপর অধিনায়ক অভিমন্যু । ফ্লিক করতে গিয়ে স্কোয়্যার লেগে ক্যাচ দিয়ে ফেরেন বঙ্গ অধিনায়ক (১৫ রান)।রান পাননি মনোজ তিওয়ারিও তিনি করনে মাত্র ৮ রান।
 এরপর সুদীপ চট্টোপাধ্যায়, শ্রীবত্স১ গোস্বামীর উইকেট হারিয়ে এক সময় বাংলার স্কোর দাঁড়ায় ৬৯/৬। সেখান থেকেই শাহবাজ আহমেদকে সঙ্গী করে উইকেটে থিতু হন অনুষ্টুপ।ব্যাটে এদিন ১৭৩ বলে ১২০ রান হাঁকিয়ে প্রথম দিনের খেলা শেষে অপরাজিত রয়েছেন। অনুষ্টুপের ইনিংস ১৮টি চার ও ১টি ছয় রয়েছে। সাহবাজ আহমেদ ৫০ বল খেলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৩৫ রানের দামি ইনিংস খেলেন। আকাশ দীপ ৭২ বলে ৪৪ রান যোগ করেছেন। যার সুবাদে দিনের শেষে ৯ উইকেট হারিয়ে বাংলা ২৭৫ রান তোলে। এবার কাল সকাল থেকে আর কত রান তুলতে পারে বাংলা সেটাই আখন দেখার।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.