Header Ads

পুরভোটের প্রস্তুতি গেরুয়া শিবিরে, খড়গপুরে বৈঠক সারলেন দিলীপ

নজরবন্দি ব্যুরোঃ দরজায় কড়া নাড়ছে পুরভোট। একুশের বিধানসভা নির্বাচনের আগে পুরভোট সেমিফাইনালের মতন। এই ভোটে কে কত আসন পাচ্ছে তার উপরই একুশের বিধানসভা ভোটের ফলাফল কিছুটা হলেও নির্ভর করছে। তাই সব রাজনৈতিক দলই পুরো ভোটে জিততে নিজেদের সর্বস্ব দিয়ে নেমে পড়েছে লড়াইয়ের ময়দানে। ইতিমধ্যেই পুরভোট নিয়ে ময়দানে নেমে পড়েছে গেরুয়া শিবির। ভোটকে মাথায় রেখে কিভাবে পা ফেলবে বিজেপি তা নিয়ে আলাপ-আলোচনা শুরু হয়েছে।
এরমাঝে শনিবার মেদিনীপুরে সভা করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সংসদ দিলীপ ঘোষ। দলের নেতাকর্মীদের নিয়ে খড়্গপুরে একটি বৈঠক করেন তিনি। এই বৈঠকে আগামী পুরভোটে দলের কর্মসূচি নিয়ে আলোচনা হয় বলে সূত্রের খবর। বৈঠকের পর দিলীপ ঘোষ জানিয়েছেন পুরভোটে বিজেপির মূল টার্গেট নিশ্চিতভাবে ৫০% ভোট প্রাপ্তি। খড়্গপুরের পুরভোটে পঁয়ত্রিশটি ওয়ার্ডের প্রত্যেকটিতে একজন করে পর্যবেক্ষক নিয়োগ করেছে বিজেপি।
আর গোটা এলাকায় নজনের বিশেষ কমিটি দলের হয়ে বিশেষ গুরুত্বপূর্ণ কাজ করবেন। প্রতিটি ওয়ার্ডেও ১৫ জনকে একটি বিশেষ দল তৈরি হচ্ছে। যারা এলাকার পুরাতন বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে সব কর্মীরা এক হয়ে প্রার্থী ঠিক করে নির্বাচন কমিটি ও জেলা নেতৃত্বের কাছে পাঠাবে। এরপরই সব ঠিকঠাক করা হবে। ইতিমধ্যেই দলের তরফে কাজ শুরু হয়েছে। এদিন দিলীপ ঘোষ জানান "সব ঠিকঠাক থাকলে বিজেপির জয় অবশ্যম্ভাবী। তৃণমূল এবার হারবেই।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.