গাস সিলিন্ডারের লিকেজ থেকে ছরিয়ে পড়লো আগুন কামারহাটির বস্তিতে, পুড়ে ছাই হল ১০ টি বাড়ি।
লোকজনের ভিড় জমে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বেলঘরিয়ার থানার পুলিশ। হতাহত না হলেও জিনিসপত্র ,টাকাপয়সা ও নথিপত্র নষ্ট হয়ে গিয়েছে। এই ক্ষতির পর কান্নায় ভেঙে পড়েছে বাসিন্দারা।
দমকলের অফিসার পিকে মুখার্জী বলেন এল পি জি গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন ধরে ,তিনি আরো জানান যে আশেপাশের এলাকার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভাতে সাহায্য করেন।যাদের বাড়িঘর পুড়ে গেছে তাদের কি হবে তা নিয়ে চিন্তিত আমরা।

No comments