এশিয়া কাপ নিয়ে সৌরভের ঘোষণার পরেই বেঁকে বসলো পাকিস্তান,টুর্নামেন্ট নিয়ে সৌরভ -পিসিবি-র মধ্যে দ্বৈরথ শুরু
নজরবন্দি ব্যুরো :২০২০ র এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে কিন্তু পাকিস্তানে খেলতে যেতে নারাজ ভারতীয় ক্রিকেট টিম। এশিয়া কাপ নিয়ে এরপর থেকেই শুরু হয় অনিশ্চিয়তা। পাকিস্তান পাল্টা বলে এশিয়া কাপ পাকিস্তানে না হলে ভারতে টি ২০ বিশ্বকাপ খেলতে আসবে না তাঁরা। এই পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন ক্ষোদ বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।
গতকাল সৌরভ জানিয়ে দেন ,এশিয়া কাপ হবে সংযুক্ত আরবআমিসাহিতে সেখানে ভারত পাকিস্তান দুই দলই খেলবে। কিন্তু সৌরভের এই বক্তব্যের পরেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি জানান সৌরভ বলেছেন ঠিকই কিন্তু এই নিয়ে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি আমরা। আর এই কারণেই ফের অসঙ্খার কাল মেঘ জমেছে এশিয়া কাপ টুর্নামেন্টের আকাশে।তবে কি এশিয়া কাপ হবে না ?বিশেষজ্ঞরা মনে করছেন ,চাপের মুখে পাকিস্তান বাধ্য হবে এই টুর্নামেন্ট খেলতে কারণ পাকিস্তানে খেলতে অস্বীকার করতে পারেনা এই টুর্নামেন্টের ওপর দুটি দল অবগানিস্তান ও বাংলদেশও। আমিরশাহিতে জাতীয় এই টুর্নামেন্ট হয় সে ব্যপারে কথা বলতে আগামী কাল রবিবার দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বোর্ড সভাপতি। আর এই টুর্নামেরেন্ট সুষ্ঠ ভাবে সফল করা সৌরভের কাছে যে একটা বড়ো চ্যালেঞ্জ তা পাকিস্তান বোর্ডের এই মন্তব্যের পর আরো পরিষ্কার। প্রসঙ্গত ২০১২ -২০১৩ সালে শেষ বার পাক দল ভারতে সিরিজ খেলতে এসেছিল তারপর আর কোন দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি এই দুই দেশ।
গতকাল সৌরভ জানিয়ে দেন ,এশিয়া কাপ হবে সংযুক্ত আরবআমিসাহিতে সেখানে ভারত পাকিস্তান দুই দলই খেলবে। কিন্তু সৌরভের এই বক্তব্যের পরেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি জানান সৌরভ বলেছেন ঠিকই কিন্তু এই নিয়ে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি আমরা। আর এই কারণেই ফের অসঙ্খার কাল মেঘ জমেছে এশিয়া কাপ টুর্নামেন্টের আকাশে।তবে কি এশিয়া কাপ হবে না ?বিশেষজ্ঞরা মনে করছেন ,চাপের মুখে পাকিস্তান বাধ্য হবে এই টুর্নামেন্ট খেলতে কারণ পাকিস্তানে খেলতে অস্বীকার করতে পারেনা এই টুর্নামেন্টের ওপর দুটি দল অবগানিস্তান ও বাংলদেশও। আমিরশাহিতে জাতীয় এই টুর্নামেন্ট হয় সে ব্যপারে কথা বলতে আগামী কাল রবিবার দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বোর্ড সভাপতি। আর এই টুর্নামেরেন্ট সুষ্ঠ ভাবে সফল করা সৌরভের কাছে যে একটা বড়ো চ্যালেঞ্জ তা পাকিস্তান বোর্ডের এই মন্তব্যের পর আরো পরিষ্কার। প্রসঙ্গত ২০১২ -২০১৩ সালে শেষ বার পাক দল ভারতে সিরিজ খেলতে এসেছিল তারপর আর কোন দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি এই দুই দেশ।

No comments