Header Ads

পুরসভা নির্বাচনে টিকিটের দাবিতে মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ!

নজরবন্দি ব্যুরো: সামনেই পুরসভা নির্বাচন। আর সেই কারণে টিকিট বণ্টন করা নিয়ে তৎপরতা শুরু হয়েছে শাসকদল থেকে শুরু করে এই রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের অন্দরে।
যদিও বেশি তৎপরতা শুরু হয়েছে শাসক দলের অন্দরে। আর এই তৎপরতার মধ্যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে। শিলিগুড়িতে ডিলিমিটেশনের জন্য বেশ কয়েকটি ওয়ার্ডে পরিবর্তন হবে। ফলে বর্তমান কাউন্সিলরদের অনেকেই টিকিট নাও পেতে পারেন নিজের ওয়ার্ডে। এই আশঙ্কা থেকেই শিলিগুড়ি পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের অনুগামীরা রবিবার সাতসকালে চড়াও হন মন্ত্রীর বাড়িতেই।
পর্যটন-মন্ত্রী তথা উত্তরবঙ্গের দাপুটে তৃণমূল নেতা গৌতম দেবের বাড়ির সামনেই জমায়েত হলেন কাউন্সিলর সত্যজিৎ অধিকারীর সমর্থকরা। তাঁকেই ওই ওয়ার্ডে টিকিট দিতে হবে এই দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন শাসক দোলের  এক গোষ্ঠী। গোলমাল খবর পেয়ে বাইরে বেরিয়ে আসেন মন্ত্রী গৌতম দেব। তাঁদের থামানোর চেষ্টা করেন। এরপর কয়েকজনকে বাড়ির ভিতরে ডেকে নিয়ে আলোচনা করেন। পরে সংবাদ মাধ্যমে গৌতম দেব নিজের ক্ষোভ উগরে দেন। তিনি জানিয়ে দেন, তিনি এই ঘটনায় যথেষ্ঠ বিরক্ত। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.