Header Ads

আদালতের নির্দেশ মেনে অযোধ্যায় ৫ একর জমি নিতে রাজি হল সুন্নি ওয়াকফ বোর্ড

নজরবন্দি ব্যুরোঃ দেশের শীর্ষ আদালতের নির্দেশ মেনে অযোধ্যায় মসজিদ তৈরির জন্য ৫ একর জমি নিতে রাজি হল উত্তরপ্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ড। সব বিতর্ক উড়িয়ে দিয়ে বিতর্কিত ২.৭৭ একর জমিতেই রাম মন্দির তৈরির নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। অন্যদিকে মসজিদ তৈরির জন্য সুন্নি বোর্ডকে মসজিদ তৈরির জন্য ৫একর জায়গা নেওয়ার কথা ঘোষণা করেছিল শীর্ষ আদালত। কিন্তু ইসলাম সমাজ এই রায়ে অসন্তুষ্ট হয়ে জমি নেবে না বলে জানিয়ে দিয়েছিল। এমনকি একাধিক মুসলিম নেতা শীর্ষ আদালতের এই রায় অপমানজনক বলে উল্লেখ করেছিলেন।
কিন্তু বিতর্ক উড়িয়ে এবার আদালতের দেওয়া ৫ একর জায়গা নিতে রাজি হল উত্তর প্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ড। বোর্ড জানিয়েছে জমি না নেওয়ার এক্তিয়ার নেই বোর্ডের। এই জমি না নিলে আদালতের রায়কে অমান্য করা হবে। প্রসঙ্গত ৯ নভেম্বর অযোধ্যা মামলা নিয়ে রায় দান করে সুপ্রিম কোর্ট। বিতর্কিত বাবরিস্থলেই রাম মন্দির তৈরির নির্দেশ নেওয়া হয়।
অযোধ্যা থেকে ২০ কিলোমিটার দূরে রৌনাই টাউনশিপের মধ্যে ধান্নিপুর গ্রামে ৫ একর জমি দেওয়া হয়েছে উত্তরপ্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ডকে। রায়দানের এতদিন পর বোর্ড জমি নিতে রাজি হল। তবে ওই জমিতে কি তৈরি হবে তা এখনও স্পষ্ট নয়। কেউ বলছেন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হোক। কেউ বলছেন চিকিৎসাকেন্দ্র তৈরি হোক। বোর্ড কিভাবে জমি কাজে লাগাবে তা ঠিক হবে ২৪ ফেব্রুয়ারিত বোর্ডের বৈঠকে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.