ট্রাম্পের সম্মানে আয়োজিত রাষ্ট্রপতির নৈশ ভোজ বয়কট করলেন অধীর চৌধুরী
নজরবন্দি ব্যুরোঃ আগামীকাল ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সম্মানার্থে একটি নৈশ ভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কবিন্দ। সেই নৈশ ভোজে যোগ দিতে বিভিন্ন নেতা নেত্রীকে আমন্ত্রণ জানানো হয়। লোকসভার বিরোধী দল নেতা কংগ্রেসের অধীর চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি। কিন্তু সেই অনুষ্ঠানে যাচ্ছেন না বলে সাফ জানিয়ে দেন অধীর। এই নৈশ ভোজে আমন্ত্রণ জানানো হয়েছে কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ গুলাম নবী আজাদকে। তবে অধীর জানিয়েছেন, কেন সোনিয়া গান্ধীকে আমন্ত্রণ জানানো হল না।
প্রসঙ্গত, এই সফরে তাঁর সাথে সাক্ষাত করছেন না বিরোধী দলের প্রতিনিধিরা। কোন দেশের রাষ্ট্রপ্রধান ভারতে আসছেন অথচ তাঁর সঙ্গে কোনো বিরোধী দলের প্রতিনিধি দেখা করছেন না এমন ঘটনা আগে কখনোই ঘটেনি। তদানীন্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যখন ভারতে এসেছিলেন তখন তাঁর সঙ্গে দেখা করেছিল কংগ্রেসের প্রতিনিধিদল। কিন্তু এবার তেমনটা হওয়ার নয়। যদিও রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানাবেন। তবে কংগ্রেসের কোন প্রতিনিধি দল সেই অনুষ্ঠানে যাবেন না। কোন রাজনৈতিক কারণেই কি কংগ্রেস মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে শুভেচ্ছা জানাতে যাচ্ছে না? ইতিমধ্যেই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
কংগ্রেসের তরফে বিষয়টি নিয়ে সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে কোন রাষ্ট্রনায়ক ভারতে এলে তাঁর সাথে দেখা করতে গেলে সরকারিভাবে বিরোধীদলের কাছে চিঠি দিতে হত। ট্রাম্প আসার আগে এধরনের কোনো চিঠি কংগ্রেস কার্যালয়ে পৌঁছয়নি। ট্রাম্প কোন বিরোধী দলের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেননি। তাই কংগ্রেসও কোন প্রতিনিধিদলকে ট্রাম্পের সঙ্গে দেখা করতে পাঠাবে না। তবে এ ধরনের ঘটনা আগে কখনোই ঘটেনি। উল্লেখ্য এবারের সফরে গ্রাম ভারতে এসে আহমেদাবাদ ও উত্তরপ্রদেশের অনেক সময় কাটাবেন তিনি। গান্ধীজীর স্মৃতিবিজড়িত সবরমতী আশ্রমেও যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের। তবে বিরোধী দলের প্রতিনিধিদের সাথে দেখা করার আগ্রহ প্রকাশ না করায় কিছুটা হলেও ক্ষুব্দ কংগ্রেস।
প্রসঙ্গত, এই সফরে তাঁর সাথে সাক্ষাত করছেন না বিরোধী দলের প্রতিনিধিরা। কোন দেশের রাষ্ট্রপ্রধান ভারতে আসছেন অথচ তাঁর সঙ্গে কোনো বিরোধী দলের প্রতিনিধি দেখা করছেন না এমন ঘটনা আগে কখনোই ঘটেনি। তদানীন্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যখন ভারতে এসেছিলেন তখন তাঁর সঙ্গে দেখা করেছিল কংগ্রেসের প্রতিনিধিদল। কিন্তু এবার তেমনটা হওয়ার নয়। যদিও রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানাবেন। তবে কংগ্রেসের কোন প্রতিনিধি দল সেই অনুষ্ঠানে যাবেন না। কোন রাজনৈতিক কারণেই কি কংগ্রেস মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে শুভেচ্ছা জানাতে যাচ্ছে না? ইতিমধ্যেই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

No comments