ধর্ষণের চেষ্টার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে!
নজরবন্দি ব্যুরো: ফের ধর্ষণের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। দুই স্কুল পড়ুয়া নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত ওই তৃণমূল নেতার নাম আজিরুল শেখ বলে এলাকা সূত্রে জানা গিয়েছে। এই খবর ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের রেজিনগরে।
এক নাবালিকার পরিবার স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে ওই শাসকদলের নেতার বিরুদ্ধে। এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযোগ, দু-দিন আগে পড়ে রাত্রিবেলা বাড়ি ফিরছিল ওই দুই নাবালিকা। অন্ধকারের মধ্যে থেকে তাদের সঙ্গে কথা বলতে চেয়ে ভাব জমানোর চেষ্টা করে আজিরুল। কথা বলতে না চাইলে তাদের ফোন নম্বর চাওয়া হয় বলে পরিবারকে জানিয়েছে ওই দুই স্কুল পড়ুয়া।
এরপরই দুজনকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। চেঁচামেচি করতে গ্রামের লোক জড় হওয়াতে ঘটনাস্থল থেকে চম্পট দেয় ওই পঞ্চায়েত সদস্য। বাড়ি ফিরে মানসিক ভাবে ভেঙে পড়ে দুই নাবালিকা। বাড়ির লোককে সব কথা খুলে বলে। এরপর গ্রামে ওই কথা ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায়। পরে থানায় লিখিত ওই অভিযোগ দায়ের করে নাবালিকাদের পরিবার।
এক নাবালিকার পরিবার স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে ওই শাসকদলের নেতার বিরুদ্ধে। এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযোগ, দু-দিন আগে পড়ে রাত্রিবেলা বাড়ি ফিরছিল ওই দুই নাবালিকা। অন্ধকারের মধ্যে থেকে তাদের সঙ্গে কথা বলতে চেয়ে ভাব জমানোর চেষ্টা করে আজিরুল। কথা বলতে না চাইলে তাদের ফোন নম্বর চাওয়া হয় বলে পরিবারকে জানিয়েছে ওই দুই স্কুল পড়ুয়া।

No comments