আবার ব্যর্থ বিরাট সহ ভারতীয় ব্যাটিং, অ্যাডভান্টেজ নিউজিল্যান্ড
নজরবন্দি ব্যুরোঃ ওয়েলিংটনে প্রথম টেস্টের তৃতীয় দিনের শেষে অ্যাডভান্টেজ নিউজিল্যান্ড। ভারতীয় দল ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছে চলতি টেস্টে। ফলে, সিরিজে ০-১ পিছিয়ে পড়ার আশঙ্কা ক্রমশ বাড়ছে। তৃতীয় দিনের শেষে ভারত এখনও ৩৯ রানে পিছিয়ে। হাতে রয়েছে ছয় উইকেট। অপরদিকে কিউয়ি সফরে কিছুতেই রানের খরা কাটছে না বিরাট কোহলির । বিশেষ করে ট্রেন্ট বোল্টের সামনে ।
রবিবার ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্যাপ্টেন কোহলির অবদান 43 বলে 19 রান। বোল্টের ডেলিভারিতে উইকেটের পিছনে থাকা ওয়েটলিংয়ের মুঠোবন্দী হয়ে ফেরেন তিনি ।ওয়েলিংটন টেস্টের এখনও বাকি দুই দিন। দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলেছে ভারত। রাহাণে ২৫ ও বিহারি ১৫ করে ব্যাট করছেন। এখনও নিউজিল্যান্ডের থেকে ৩৯ রানে পিছিয়ে ভারত। হাতে আর ছয় উইকেট। হার মোটামুটি নিশ্চিত। এখন দেখার এখান থেকে এই টেস্টকে কতটা টেনে নিয়ে যেতে পারেন ভারতীয় ব্যাটসম্যানরা।

No comments