Header Ads

সিপিআই(এম) কে এখনও ভালোবাসে মানুষ, কিন্তু জনগণের আস্থা অর্জন করতে হবেঃসূর্যকান্ত মিশ্র

নজরবন্দি ব্যুরো: সামনেই পুরসভা নির্বাচন। আর তার আগে প্রতিটা রাজনৈতিক দল নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর এই রকম সময়ে সিপিআই(এম) নেতা সূর্যকান্ত মিশ্রের বার্তা খুবি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

মানুষ এখনও ভালোবাসে সিপিআই(এম)কে। কিন্তু সিপিআই(এম) ক্ষমতা হারানোর পর তাদের উপর আস্থা রাখতে পারছে না। মানুষের সেই আস্থা আমাদের ফেরাতে হবে। বর্ধমানে দলীয় কর্মীদের কাছে সিপিআই(এম) এর রাজ্য সম্পাদক সুদিন ফেরানোর বার্তা দিলেন। আহ্বান জানালেন, সিপিআই(এম)কে একটু ভালোবাসুন, আমাদের উপর আস্থাও রাখুন। কারণ একমাত্র সিপিআই(এম)ই প্রকৃত বিকল্প।

বর্ধমানে দলীয় দুই নেতার স্মরণসভায় অংশ নিয়েছিলেন মিশ্র। বলেন, আমাদের উচিত মানুষের কাছে যাওয়া। জিজ্ঞাসা করতে হবে কেন তাঁরা সিপিআই(এম) এর  উপর আস্থা রাখতে পারছেন না। আমাদের দৃঢ় বিশ্বাস, মানুষ আমাদের ভালোবাসবেন। কেউ ফেরাবেন না। শুধু তাঁদের কাছে আমাদের যেতে হবে। তাঁদের পাশে দাঁড়িয়ে ভরসা জোগাতে হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.