Header Ads

চন্দনদস্যু বিরাপ্পনের কন্যা যোগ দিলেন বিজেপিতে

নজরবন্দি ব্যুরোঃ একসময়কার তামিলনাড়ুর ত্রাস চন্দনদস্যু বিরাপ্পনের প্রভাব ও প্রতাপ সর্বজনবিদিত। শুধু তামিলনাড়ুতেই নয় তার প্রভাব ছিল কর্নাটকে, কেরালাতেও। সেই বীরাপ্পনের বড় মেয়ে বিদ্যা রানী যোগ দিলেন বিজেপিতে। তামিলনাড়ুতে আয়োজিত বিজেপির একটি অনুষ্ঠানে তিনি দলে যোগ দিলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক মুরলীধর রাও এবং প্রাক্তন মন্ত্রী পন রাধাকৃষ্ণাণ। তাঁদের উপস্থিতিতেই দলে যোগ দিলেন বিদ্যা। সাধারণ মানুষের জন্য কাজ করতেছ বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
এদিন তামিলনাড়ুর ওই অনুষ্ঠান মঞ্চে বিজেপির পতাকা বিদ্যার হাতে তুলে দেন সাধারণ সম্পাদক মুরলীধর রাও। উল্লেখ্য, বিদ্যা রানি চন্দন দস্যু বীরাপ্পনের বড় মেয়ে। তিনি পেশায় একজন আইনজীবী। সম্প্রতি তাঁর বিয়ে নিয়ে একটি সমস্যা হয়। পছন্দ করা পাত্রের সঙ্গে বিয়ে দিতে চাননি তাঁর মা। পরে হাইকোর্টের মধ্যস্থতায় বিয়ে হয়। সেই সময়ই প্রকাশ্যে চলে আসেন তিনি। এদিন বিজেপিতে যোগ দিয়ে আইনজীবী বিদ্যা বলেন “বাবা জনগণের কাজ করতে চাইতেন।
তিনি ভুল পথ বেছে নিয়েছিলেন। আমি গরিব মানুষের জন্য কাজ করতে চাই। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গরিব মানুষের জন্য যে প্রকল্প চালু করেছেন সেগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই।” তিনি আরও বলেন কেন্দ্রীয় সরকারের একাধিক জনহিতকর প্রকল্প সাধারণ মানুষ জানেন না, সেই প্রকল্পের সুবিধার কথা সাধারণ মানুষের দরজায় দরজায় পৌঁছে জানানোর চেষ্টা করব।” চন্দন দস্যু কন্যার বিজেপিতে যোগ নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে দেশের রাজনৈতিক মহলে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.