রাজ্যে ফের বন্ধ হল ৮ টি প্রাথমিক স্কুল, শোরগোল গোটা জেলায়
নজরবন্দি ব্যুরো: রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বেহাল অবস্থা! এই রাজ্যের বিরোধী রাজনৈতিক দল গুলির এমন অভিযোগ ফের একবার সত্যি হতে চলেছে। এবার মেদিনীপুর শহরে ৮ টি প্রাথমিক স্কুল বন্ধ হয়ে গেল।
জেলার শিক্ষা দফতর সূত্রের খবর, চলতি শিক্ষাবর্ষ থেকে ওই সব স্কুল গুলির পঠনপাঠন বন্ধ হয়েছে। আর ওই সব শিক্ষকদের অন্য স্কুলে বদলি করা হয়েছে। এই প্রসঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি জানান, " ওই স্কুলগুলোর শিক্ষকদের অন্য স্কুলে বদলি করা হচ্ছে।"
অপর দিকে, প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণি চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যে অনেক স্কুলে তা চালু হয়ে গিয়েছে। গোটা পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় ৯০০ স্কুল পঞ্চম শ্রেণি শুরু হয়েছে। এর মধ্যে জেলার ৮ স্কুল বন্ধ হয়ে যাওয়াতে বেশ শোরগোল শুরু হয়েছে।
জেলার শিক্ষা দফতর সূত্রের খবর, চলতি শিক্ষাবর্ষ থেকে ওই সব স্কুল গুলির পঠনপাঠন বন্ধ হয়েছে। আর ওই সব শিক্ষকদের অন্য স্কুলে বদলি করা হয়েছে। এই প্রসঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি জানান, " ওই স্কুলগুলোর শিক্ষকদের অন্য স্কুলে বদলি করা হচ্ছে।"

No comments