Header Ads

কাউকে পাত্তা না দিয়ে নাচেই ব্যস্ত সিদ্ধার্থ-কিয়ারার জুটি, ভিডিয়ো ভাইরাল

নজরবন্দি ব্যুরো : বলিউডে কী আবারও নতুন ভাবে জুটি করতে চলেছেন দুই স্টার। না না রইল লাইফে নয় রিয়াল লাইফে। হ্যাঁ কথা হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণীকে নিয়ে। আজ কাল বলিউডের পার্টি থেকে শুরু করে সর্বত্র দেখা যাচ্ছে দুজন কে এক সাথে।

 এমন কী কিছু দিন আগেই দুজনেই ঘুরে এসেছেন আফ্রিকা থেকে। এরপর দুজনের এক সাথে দেখা মিললো আরমান জৈনের রিসেপশন পার্টিতে। শুধু মাত্র পার্টিতে হাজিরই হননি তাঁরা। দুজনে এমন নাচ করেছেন যেন মনে হবে চারিদিকে কেউ নেই। পার্টিতে যেন শুধু তারা দুজন। তাঁর মানে বজাই যাচ্ছে সিদ্ধার্থ ও কিয়ারার প্রেম এক্কেবারে জমে গেছে।
 এতেই থেমে থাকেনি তাদের রসায়ন সেই রাতে দুজনে ম্যাচ করে পোশাক ও পড়ে এসেছিলেন তাঁরা। কিয়ারা সেজে ছিলেন মেরুন লেহেঙ্গাতে অন্যদিকে সিদ্ধার্থ পড়েছিলেন কালো রঙের স্যুট। খুবই তাড়াতাড়ি এই জুটি কে পর্দায় দেখতে চলেছে দর্শক। 'শেরশাহ' ছবিতে দেখা যাবে এই দুজন কে। এই বছরই মুক্তি পাবে এই ছবি। সিদ্ধার্থ-কিয়ারার নাচের ভিডিয়ো দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন।
https://www.instagram.com/p/B8TORueHWJG/?utm_source=ig_embed

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.